নন্দীগ্রামে পঞ্চায়েত ভোট আছে। তৃণমূল ভোটে লড়ছে। নেই সুফিয়ান-আবু তাহের। শেখ সুফিয়ানকে জেলা পরিষদের প্রার্থী হিসাবে দাঁড় করিয়েও পরে সরিয়ে নেয় তৃণমূল। অন্য দিকে ভোট পরবর্তী হিংসা মামলায় পুলিশের খাতায় 'পলাতক' নন্দীগ্রামের দাপুটে নেতা আবু ত꧃াহের। তাঁর স্ত্রী এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল প্রতীক না দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তাই এ বার নন্দীগ্রামে পঞ্চায়েত ভোট হবে। নাম শোনা যাবে না আবু তাহের ও শেখ সুফিয়ানের।
(পড়তে পারেন। B🔴engal Panchayat Election 2023: ভোট বালাই না পেট? শিবুরাম প্রার্থী হয়েও দেওয়া🌼ল লিখছেন সব দলের)
আবু তাহেরের স🎐্ত্রী আনিসা খাতুন নন্দীগ্রামের-১ ব্লকের কোন্দামারি জলপাই অঞ্চলের একটি বুথে প্রার্থী তৃণমূল প্রার্থী হিসাবে𝓰 মনোনয়ন জমা করেন। কিন্তু, ওই একই বুথে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন আরও এক মহিলা। শেষ পর্যন্ত দল তাহেরের স্ত্রীকে প্রতীক দেয়নি। ফলে, ব্লক অফিসে গিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করে নেন আনিসা।
পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন,'দলের নেতৃত্বের কথাতেই মনোনয়ন জমা দিয়েছিলাম। কিন্তু দেখলাম দলীয় প্রতীক অন্যজনকে দেওয়া হয়ে🌺ছে। তা꧋ই নিয়ম মেনে প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছি।' তাহেরের ছেলে ওয়াশিম আহমেদ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
তবে তা𓂃হেরের স্ত্রীর এই দাবি মানেননি তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি শেখ সাহাবুদ্দিন। তিনি বলেন, 'আবু তাহের বা তাঁর স্ত্রীর প্রার্থী হওয়ার কোনও কথা ছিল না। কেন যে তিনি মনোনয়ন জমা দিলেন তা জানিনা।'