পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন আমতার প্রয়াত ছাত্রনেতা আনিস খানের মেজো দাদা সামসুদ্দিন খন। ভোটে দাঁড়ানোর পর থেকে নিয়মিত তৃণমূলের কাছ হুমকি পাচ্ছেন তিনি ও তাঁর পরিবার। নিরাপতꩵ্তার দাবি করে কেন্দ্রীয় বাহিনী চাইলেন আনিসের বাবা সালেম খান। বুধবার সাংবাদিক সম্মেলন করে তাঁরা এই আশঙ্কার কথা জানিয়েছেন।
সালেম খান বলেন,'আমাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। আমি পুলিশ, নির্বাচন কমিশন ও মহামান্য আদালতের কাছে আমাদের নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছি।' আমতা ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসনে কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন সামসুদ্দিন।এলাকায় দেওয়াল লিখন♛ করতে দেখা গিয়েছে আনিসের 💛বাবাকে।
(পড়তে পারেন। ꧙'স্বামী পালিয়ে গেলে, গরু হারিয়ে গেলেও আমায় খুঁজে দিতে বলে,' ভোট প্রচারে শতাব্দী)
সালেম খানের দাবি, ভোট শেꦍষ হলে তাঁদের পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করারও হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, 'দুষ্কৃতীরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা বলছে, নির্বাচন শেষ হোক তার পর কোথায় যাবি। আমাদের পরিবারকে তাড়িয়ে বাড়ি পার্টি অফিস বানানোর হুমকি দিচ্ছে। এর ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।'
আনিসের বাড়ির সামনেই পুলিশ পিকেট রয়𝓀েছে। তা সত্বেও তাঁরা নিরাপত্তহীনতায় ভুগছেন। তাঁর অভিযোগ,'আমাদের বাড়ির সামনে পুলিশ পিকেট থাকলেও আমি ও সামসুদ্দিন নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ পুলিশের সঙ্গে সখ্যতা বেড়েছে তৃণমূল নেতাদের। এর ফলে আমরা প্রচারেও ঠিকমতো বেরোতে পারছি না।' তাঁর আশঙ্কা, নির্বাচনকে কেন্দ্র করে তাঁকে খুন করা হতে পারে। এ দিন তিনি কুশবে𓃲ড়িয়া এলাকার ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।