ভাঙড়ে ISF কর্মী মহিউদ্দিন খুনে তাঁর ও তাঁর ছেলের বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের অভিযোগ। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খুনে জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর দাবি, ঘটনার সময় তিনি বিডিও অফিসে ছিলেন। এমনকী, এই খুনের পিছনে ISF রয়েছে বলে দাবি তাঁর।এদিন আরাবুল বলেন, ‘ঘটনার সময় আরাবুল ইসলাম বা তার ছেলেরা ঘটনাস্থলে ছিল না। সকাল থেকেই তারা বিডিও অফিসে ছিল। যারা আমাদের লোকেদের ওপরে আক্রমণ করেছে তারাই ওকে মেরেছে। আমাদের কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ISF। তাতে আমাদের ২ জন মারা গিয়েছে। তখনই ও ছেলেটার পিছনে গুলি লাগে। তার পরও পরিবারের সদস্যরা আমার বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু ওর মৃত্যু হয়েছে ISF-এর গুলিতে। নওসাদ সিদ্দিকির পরিকল্পনায় আরাবুল ও হাকিবুলকে ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আরাবুল বা হাকিমুল এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত নয়’।গত বৃহস্পতিবার ভাঙড়ে খুন হন ISF কর্মী মহিউদ্দিন। শনিবার ছেলের খুনের ঘটনায় আরাবুল, তাঁর ছেলে হাকিমুলসহ ২১ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।