পঞ্চায়েত ভোটের গণনার দিন থেকে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে ব্যালট পেপার। এবার উদ্ধার হল আস্ত ব্যালট বাক্স। তাও একটি নয়, তিন তিনটি। সোমবার এই ঘটনায় মালদার গাজোলের গণনাকেন্দ্রে উত্তজেনা ছড়ায়। খবর পেয়ে গণনাকেন্দ্রে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কী ভাবে সিল করা ব্যালট বাক্স সেখানে এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।গাজোলের হাজি নকু মহম্মদ হাই স্কুলে গাজোল ব্লকের ভোটগণনা হয়েছিল। সোমবার সেখানে ৩টি সিল করা ব্যালট বাক্স পড়ে থাকতে দেখেন স্কুলের কর্মীরা। খবর চাউর হতে এলাকায় ভিড় করতে থাকে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও আধাসেনা। ব্যালট বাক্সগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় তারা।এই ঘটনায় গণনায় কারচুপির অভিযোগে সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, বিজেপি আগেই বলেছিল আসল ব্যালট বাক্স সরিয়ে তৃণমূল নকল ব্যালটবাক্স এনে ভোট গণনা করবে। এই ঘটনা তারই প্রমাণ। সিল করা আসল ব্যালট বাক্স নইলে গণনাকেন্দ্রে পড়ে থাকবে কেন? ওই আসনগুলিতে ফের গণনার দাবি জানিয়েছে তারা। ওদিকে ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে বলে দাবি করেছে তৃণমূল।