পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক সন্ত্রাস–হানাহানি হয়েছে। শাসক–বিরোধী উভয়পক্ষের বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রথম সৌজন্যের পথ দেখাল তৃণমূল কংগ্রেস। আর তাতেই তিক্ততা বদলে গেল বন্ধুত্বে। যা দেখল হাওড়ার মানুষজন। আজ, সোমবার হাওড়ায় বিরোধী দলের প্রার্থী যাঁরা নির্বাচনে পরাজিত হয়েছেন তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হল ফুল–মিষ্টি। রাজনীতি তো রাজনীতির জায়গায় সৌজন্য কেন থাকবে না? এই প্রশ্ন তুলেই এমন ঘটনা ⭕ঘটানো হল।
এদিকে যখন পঞ্চায়েত নির্বাচন রাজ্যে চলছিল তখন বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিরোধীরা সোচ্চার হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সন্ত্রাস কবলিত এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। শাসক–বিরোধী নেতাদের তরজা চরমে উঠেছিল। সেসব এখন অতীত। রাজনীতিতে জয়–পরাজয় থাকবেই। সেখানে সৌজন্য থাকবে এটাই তো স্বাভাবিক রীতি। এবার তাই বিরল দৃশ্য দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুরে। বিরোধী দলের এজেন্ট এবং প্রার্থীদের বাড়িতে ফুল–মিষ্টি পৌঁছে দিল তৃণমূল কংগ্রেসের 🥃স্থানীয় নেতা কর্মীরা। যা নিয়ে এখন চর্চা শুরু হয়েছে।
অন্যদিকে এই ঘটনা সাধারণ মানুষ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কারণ ✃এখন আবার চারদিক থেকে খবর আসছে ভোট পরবর্তী হিংসার। কিন্তু সৌজন্যের বাতাবরণ থাকলে সেটা হবে না। স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত থাকবে। হাওড়ার বড়গাছিয়ায় তৃণমূল কংগ্রেসের এমন সৌজন্যে রাজনীতিতে মুগ্ধ হয়েছেন সকলেই। বিরোধী দলের নেতা কর্মীরা যাতে ভয়ে সন্ত্রস্ত হয়ে দিন না কাটান তাই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এখন বিরোধী প্রার্থী, নেতা এবং এজেন্টদের দুয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে ফুল–মিষ্টি। যা সত্যিই সৌজন্যের বাতাবরণ কায়েম করেছে।
আরও পড়ুন: ‘আবার রাꦿজনীতি রাজ্যপালের’, আনন্দ বোসকে টুইট–বাণে বিদ্ধ কর🧸লেন কুণাল ঘোষ
আর কী জানা যাচ্ছে? শুধু হাওড়া নয়, এই সৌজন্য প্রত্যেকটি জেলায় দেখা যাবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। হাওড়া দিয়ে কাজটি শুরু করা হল। পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা–সহ রাজ্যের নানা জেলায় হিংসার ঘটনা ঘটেছে। তাই আগে সেই জেলাগুলিতে এই সৌজন্যের বাতাবরণ তৈরি করা হবে। যদিও তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বেশি মারা গিয়েছেন। তাও সৌজন্যের পথই বেছে নিল শাসকদল। যা সবাই প্রশংসা করেছেন। বিজেপি, কংগ্রেস, আইএসএফ থেকে শুরু সিপিএম কর্মীরাও নিহত হয়েছেন। তাই সকলের পরিবার♔কেই সৌজন্যে দিয়ে বেঁধে রাখা হবে। হাওড়ায় এই সৌজন্যের রাজনীতি দেখিয়ে সবার নজর কেড়েছে তৃণমূল কংগ্রেস।