শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বিভিন্ন এলাকা। বহু বুথে চলেছে দুই পক্ষের রাজনৈতিক সংঘর্ষ। রাজনৈতিক হিংসার বলি হয়েছেন অনেকেই। যার মধ্যে সংখ্যাটা সবচেয়ে বেশি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। ভোটের দিন বেলা বাড়তেই দুই জেলায় মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে। প্রাণহানির সংখ্যায় কার্যত একে অপরকে টক্কর দিয൩়েছে এই দুই জেলা।
আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, ফের ভোটগ🍎্রহণের দাবিতে চাকুলিয়ায় জ্বলল গাড়ি
পঞ্চায়েত ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের তুফানগঞ্জ। শুক্রবার রাতে সেখানে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় তৃণমূল কর্মী গণেশ সরকারের। বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা তাঁর 🍎মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার জেরে গণেশের মৃত্যু হয় বলে অভিযোগ। তুফানগঞ্জের এসডি🌄পিও জানিয়েছেন, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে।
একই ছবি দেখা গিয়েছে কোচবিহারের ফলিমারিতে। সেখানেও শুক্রবার রাতভর চলে বোমাবাজি। সকালেও সেখানে বোমাবাজি হয়। বিজেপির অভিযোগ, বুথে ব্যালট পরীক্ষা করার সময় বহিরাগতরা বোমাবাজি করতে করতে ভিতরে ঢুকে পড়ে। তাঁরা বিজেপির এজেন্ট মাধব বিশ্বাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনা🌠য় মাটিতে লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ মাধব।