আর দিন দুয়েকের অপেক্ষা। তারপরেই গ্রাম বাংলার দখলের জন্য পঞ্চায়েত ভোটের লড়াই। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রচার। বুধবার পঞ্চায়েত ভোটের প্রচারে বসিরহাটের হিঙ্গলগঞ্জে তৃণমূল সাংসদ নুসরত জাহান। বাঁকড়া হাইস্কুলের মাঠে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন তিনি।নুসরত বলেন,'মাথা আমরা নত করব না সাম্প্রদায়িক শক্তির সামনে। আমি এইটুকু বলতে পারি গত সাড়ে চারবছর চলছে। কোভিড বাদে যতবার টাকা চেয়েছি কেন্দ্রীয় সরকারের কাছে তারা কিন্তু আমাদের কোনও প্ল্যান টাকা অনুমোদন করে না। বাংলার মানুষকে একেবারে ভালোবাসে না। ওদের অফিসে যেতে গেলে ধাক্কাধুক্কি করে যেতে হয়। নিউজ চ্যানেলে দেখবেন। আমাদের দলের নেতা নেত্রীরা সবাই তাদের অফিসে যান ধাক্কাধুক্কি করে, মহিলাদের শাড়ি টানছে, এদিক দিয়ে ধাক্কা মারছে। তারা সমস্ত রকমভাবে তাদের জোর প্রকাশ করে ফেলেছে। আর যখন কিছুই পারে না, তখন বাড়ি বাড়িতে ইডি সিবিআইয়ের ভয় দেখায়। ভয়ের সরকার এখানে চলে না।' বলেন নুসরত।তিনি আরও জানিয়েছেন, ‘২০২১ -এ তাদের এই ডবল ইঞ্জিন সরকারের ইঞ্জিনটাই কিন্তু ভেস্তে দিয়েছে। ওটা কবে ডুবে গিয়েছে। ৮ জুলাই বাংলার মানুষ উচিত জবাব দেবে। মুসলমান ভাই বোনেদের জন্য় বলি। দিদি কিন্তু প্রাণ ভরে করেছেন। তিনি কিন্তু কোনওদিন এমন করেননি যে হিন্দুদের ছেলে পাবে আর মুসলমানের ছেলে পাবে না। কোনওদিন এটা করেননি। …আমরা বাংলায় সবাই ভাই ভাই। আগামী দিনে দিদির ছত্রছায়ায় ভালো করেই থাকব। দিদিকে নোংরা নোংরা কথা শুনতে হয়েছে।’নুসরত বলেন, ‘ওরা বলেন ওদের নাকি সংখ্য়ালঘুদের ভোট লাগবে না। ভোট দেয় মানুষ। মানুষের হাতে সমস্ত পাওয়ার আছে। মানুষ ঠিক করে কোন সরকার আসবে। আমরা এমন সরকার চাই যারা ভাঙাভাঙির কথা বলে না। সম্প্রীতির কথা বলে। ভালোবাসার কথা বলে। আগামী ৮ জুলাই ভালোবাসা ঢেলে দেবেন। যেখানে তাকাই সেখানেই যেন জোড়াফুলের জয় হয়। মনে রাখবেন অন্য সরকারকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্প কিন্তু আমরা ভোগ করতে পারব না। কারণ ওদের কাছে সেরকম কোনও পরিকল্পনাই নেই। কিন্তু আমাদের দিদি যে কথা বলে, সেকথা রাখে।’ দাবি নুসরতের।এদিন এলাকায় রোড শোয়ের আয়োজন করা হয়। সেখানেও অংশ নেন নুসরত। এদিন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরতকে দেখতেও প্রচুর মানুষ ভিড় করেন।