শনিবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে বেলাগাম সন্ত্রাসের মধ্যেই ভাঙচুর হয়েছে একের পর এক ব্যালট বাক্স। কোথাও ব্যালট বাক্স লুঠ করে উসেইন বোল্টের মতো ছুটতে দেখা গিয়েছে দুষ্কৃতীকে। কোথাও ব্যালট বাক্সে জল ঢালা হয়েছে, কোথাও দেওয়া হয়েছে আগুন। কোথাও আবার পুকুরে ফেলা হয়েছে ব্যালট বাক্স। এবার ভোটগ্রহণের পরদিন রবিবাব জলপাইগুড়িতে ঝোপের ভিতর থেকে উদ্ধার হল ব্যালট বাক্স।শনিবার গভীর রাতে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপাড়ার একটি বুথ থেকে ৩টি ব্যালট বাক্স লুঠ করে মুখোশ পরা দুষ্কৃতীরা। রবিবার সকালে স্থানীয় পাটক্ষেতের পাশে ঝোপের ভিতরে একটি ব্যালট বাক্স দেখতে পান স্থানীয়রা। খবর দেন পুলিশে। পুলিশ এসে তল্লাশি চালিয়ে ঝোপের ভিতর থেকে ২টি ব্যালট বাক্স উদ্ধার করে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ব্যালট বাক্স দুটির খোঁজ পাওয়া গেলেও জেলা পরিষদের ব্যালট বাক্সের খোঁজ এখনও পাওয়া যায়নি।এই ঘটনায় এলাকায় ফের ভোটগ্রহণের দাবি জানাতে শুরু করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ভোটের নামে প্রহসন হয়েছে। শাসক আর পুলিশ হাত মিলিয়ে এই কাজ করেছে। পুলিশ পাহারা থাকলে কী করে দুষ্কৃতীরা ব্যালট বাক্স লুঠ করল সেই প্রশ্ন তুলছেন তাঁরা।