তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যুকে করে মাঠে নেমেছিল বিজেপি। সভা, সমাবেশে দেদার কুকথা থেকে শুরু করে দুর্নীতি নিয়ে কড়া ভাষায় বিঁধেছিলেন বিজেপি নেতারা। পরিবর্তে উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে নিয়ে মানুষের দুয়ারে ঘুরে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ, মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বেরতে শুরু করতেই হতাশা নেমে এল রাজ্য বিজেপির অন্দরে। কারণ যে উত্তরবঙ্গের উপরে সবচেয়ে বেশি ভরসা করেছিল বিজেপি সেখানেই খারাপ পরিস্থিতি দেখতে পেলেন তাঁরা। আলিপুরদুয়ার, কোচবিহꦚার, জলপাইগুড়ি জেলায় গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক ফলেই তাঁরা বুঝতে পেরেছেন জেলা পরিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚষদ পাওয়ার আশা ক্ষীণ।
এদিকে ইতিমধ্যেই ♏গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি জয়ে অনেক এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন দুপুর পর্যন্ত যা ফলাফল দাঁড়িয়েছে তাতে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের ১৭০ আসনে জিতেছে। আর সেখান থেকে বিজেপি রয়েছে বহু দূরে। জয় পেয়েছে ৪২টি আসনে। কোচবিহার আবার ১৮৭ আসনে তৃণমূল কংগ্রেসের জয়। বিজেপি ৪৭। আর জলপাইগুড়িতে ৭৪টি আসন তৃণমূলের। ২৫টি বিজেপির। এই তিন জেলা বিজেপির গড় বলা হয়। সেখ꧒ানে এমন ফল হওয়ায় বিজেপি এখন সন্ত্রাসের গল্প আউড়াতে শুরু করেছে।
অন্যদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও হতাশ হয়েছে বিজেপি। এখান থেকে জিতে গ্রামে থেকে নতুন আন্দোলন করার কথা ভেবেছিল। ভাল ফলের আশায় ছিল। কিন্তু সে আশায় জল পড়েছে বলে মনে করা হচ্ছে। কারণ দেখা গিয়েছে এই দুই জেলাতেও বিজেপ🌼ি তৃণমূল কংগ্রেসের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। উত্তর দিনাজপুরে দুপুর পর্যন্ত দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস জিতেছে ৩০৯টি আসন। আর বিজেপি ১০টি। এমনকী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা তথা সংসদীয় এলাকার গ্রামীণ ভোট দক্ষিণ দিনাজপুরে তৃণমূল দখল🐭ে রেখেছে ৬৬টি আসন এবং বিজেপি ২৯টি আসন পেয়েছে।
আরও পড়ুন: সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম পঞ্চায়েতে জিতেই তৃণমূ😼লে যোগ, ဣবর্ধমানে দলবদল
বিস্তারিত জানুন: ‘জয়ী’ CPIM প্রার্থীকে হারানোর অভিযোগ, বাম-পܫুলিশ সংঘর্ষ
বিজেপির প্রতিক্রিয়া ঠিক কী? এখানে বিজেপির সংগঠন ভেঙে গিয়েছে। কারণ একদিকে সুমন কাঞ্জিলান অন্যদিকে কৃষ্ণ কল্যাণী বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই ভাঙা সংগ♔ঠন আর জোড়া লাগেনি। যদিও বিষয়টি নিয়ে কোনও বিজেপি নেতা এখনই কিছু বলতে নারাজ। তবে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য মঙ্গলবার সংবাদমাধ্যমে অভিযোগ করেন, প্রত্যেকটি জেলায় গণনায় কারচুপি করা হয়েছে। বিজেপির এজেন্টদের উপরে আক্রমণ করা হয়েছে। তবে উত্তরের জেলাগুলিতে এই যদি হাল হয় তাহলে লোকসভা নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে।