ইংরেজ ক্রিকেটার জোফরা আর্চারের পুরনো অনেক সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গেই বিভিন্ন ঘটনার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। যার জেরে তাঁর বহু পুরনো 'টুইট' ভাইরাল হয়। আর এবার ২০২৩ সালের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনে আর্চারের আরও একটি টুইট ভাইরাল হল। সেই পোস্টে লেখা : ৩-১। উল্লেখ্য, আজকে যে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে বিজেপি তিনটিতে জিততে চলেছে। বাকি একটি রাজ্যে কংগ্রেস ক্ষমতা দখল করতে চলেছে। এই আবহে গব্বর নামক একটি অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশট পোস্ট করে দাবি করা হয়, ২০১৪ সালে এই টুইটটি করেছিলেন আর্চার। নেটিজেনদের অনেকেই জোফরা আর্চারের সেই পোস্টকে এই ভোটের ফলাফলের 'পূর্বাভাস' দাবি করছেন মজার ছলে। আর্চারের উল্লেখিত পোস্টটি ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর করা হয়েছিল। (আরও পড়ুন: ৪৫০ টাকায় LPG সিলিন্ডার দিয়েই কি মধ্য🐼প্রদেশ দখল BJP-র? রইল গেরুয়া ঝড়ের ৫ কারণ)