দিন কয়েক আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রস্তাবক মণ্ডল মুর্মুকে বেআইনিভাবে আটক করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেএমএম) । আর এবার হেমন্ত সোরেনের সেই প্রস্তাবক যোগ দিলেন বিজেপিতে♑। মণ্ডল মুর্মু রবিবার বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে স্বাভাবিকভাবে তীব্র ♒অস্বস্তিতে পড়েছেন হেমন্ত সোরেন।
আরও পড়ুন: হেমন্তের প্রস্তাবককে❀ আটকের ক্ষেত্রে বিধি লঙ্ঘন হয়েছে- মুখ্য নির্বাচনী আধিকারিক
মণ্ডল মুর্মু বিজেপিতে যোগ দিয়ে জানান, তিনি সাঁওতাল পরগনার জনসংখ্যার পরিবর্তনের বিষয়ে উদ্যোগ নেবেন। তিনি বলেন, ‘আমি আমার পূর্বপুরুষদের সামনে মাথা নত করছি। সিধু-কানহু, ফুলো ঝাঁও এই জাতির জন্য আত্মাহুতি দিয়েছেন। আমি সেই পরিবারেরই। আমরা সাঁওতাল জনসংখ্যার বিষয়ে উদ্যোগ নেব।’ রবিবার তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির ঝাড়খণ্ড নির্বাচনী ইনচার্জ শিবরাজ সিং চৌহান এবং অসমের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের বিজেপির সহ-ইনচার্জ হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন।
অসমের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড নির্বাচনের বিজেপির সহ-ইনচার্জ হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মণ্ডল মুর্মুর বিজেপিতে যোগদানের অর্থ হল দলটি সিধু কানহু এবং ফুলো ঝাঁও- এর আশীর্বাদ পেয়েছে। তিনি বলেন, ‘ম🧜ণ্ডল মুর্মু আমাদের পক্ষে প্রচার বা ভোট পাওয়ার জন্য বিজেপিতে যোগ দেননি। তিনি একজন রাজনীতিবিদও নন। আমাদের দলে মণ্ডল মুর্মুর যোগদান মানে আমরা সিধু-কানহুর আশীর্বাদ পেয়েছি।’