আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছিল। প্রয়োজনীয় নথিও মিলছিল না। সিএএ চালু হাওয়ার পর নাগরিকত্ব চলে যাওয়ার আতঙ্কে ভুগছিলেন নেতাজি নগরের যুবক দেবাশিস সেনগুপ্ত। সেই আতঙ্কে তিনি অত্যাহত্♌যা করেন বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রচারে গিয়ে সেই যুবকের মৃত্যু প্রসঙ্গ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে নিশানা করলেন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার কাটোয়া স্টেডিয়ামে নির্বাচনী সভায় তিনি বলেন, ‘সিএএ আইন পাশ হল ২০১৯ সালে। আর তা লাগু হতে পাঁচ বছর সময় লেগে গেল? এটা জুমলা ছাড়া কী? সিএএ নোটিফিকেশন আরও একটা জুমলা। আমি কেন বলছি এটা জুমলা। নোটিফিকেশনের চল্লিশের ম𝔉ধ্যে ৩৮ পাতা ফর্ম। কোথায় যাবেন, কার কাছে ফর্ম জমা দেবেন, তা বলা নেই। সিএএ-এর জন্য অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছেন। ৯৮ নম্বর ওয়ার্ডের ৩৩ বছরে তরতাজা যুবকের প্রাণ গিয়েছে। কাগজ খুঁজে পাচ্ছে না বলে আত্মহত্যা করেছেন। আপনাকে পাসপোর্ট দেখিয়ে প্রমাণ করতে হবে। বাংলাদেশ, পাকিস্তান নাকি আফগানিস্তানের পাসপোর্ট আছে তা দেখাতে হবে। এটা জুমলা। আমি বলব জুমলার ফাঁদে পা দেবেন না।’
আরও পড়ুন। ‘নিউ এজ’ ♒প্রচার, বিজেপির বিরুদ্ধে ‘শপথ নেওয়ার’ বিশেষ পোর্টাল আনল তৃণমূল
নেতাজিনগরে যুবকের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই তার মাসির বাড়িতে যান তৃণমূল নেতৃত্ব। সেই দলে ছিলেন যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষও। তাঁর মৃত দেবশিসের বাবার সঙ্গে কথাও বলেন। তিনি জানান, সিএএ চালু হওয়ার পর থেকে আতঙ্কে ভুগছিলেন তাঁর ছেলে। সেই দুশ্চিন্তার কথা প্রায়শই বলতেন দেবাশি💜স।
এদিন কাটোয়ার সভায় অভিষেক কেন্দ্রের বঞ্চার প্রসঙ্গও তোলেন। তিনি বলেনে,'প্রধানমন্ত্রী বাংলায় এসে অসত্য কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন, বাংলাকে আবাস যোজনা, ১০০ দিন এবং রাস্তার টাকা নাকি কেন্দ্র দিয়েছে। আমি পাল্টা চ্যালেঞ্জ করে বলেছি, ২০২১ সালে হারার পর থেকে🎀 কেন্দ্রীয় সরকার এই তিন প্রকল্পে বাংলায় এক পয়সা দেয়নি।' অভিষেক আরও বলেন, 'আমি বলেছিলাম, আসুন, বিতর্কে বসুন। কিন্তু ২০০ ঘণ্টা কাটতে চলল, বিজেপির কারও সাহဣস হল না আমার মুখোমুখি বসার। কারণ বিজেপিও জানে প্রধানমন্ত্রী অসত্য বলেছেন।'
শুক্রবার কাটোয়ার সভা থেকে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এবং বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী কীর্তি আ🤡জাদের সমর্থনে প্রচার করেন অভিষেক। গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর আসনে জিতেছিলেন বিজেপির সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। সভা থেকে এদিন তাঁকেও নিশানা করেন অভিষেক।