ꦕ ভোটপ্রচারে বেরিয়ে ফের একবার তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে বহিরাগত বলে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন বর্ধমানে একটি কালী মন্দিরে গিয়ে বিগ্রহের কাছে তিনি প্রার্থনা করেন, ‘বহরিগাতরা যেন জামা-কাপড় খুলে রেখে চলে যায়।’ দিলীপ ঘোষের এই মন্তব্য শালীনতার সীমা ছাড়িয়েছে বলে দাবি তৃণমূলের। পালটা বিজেপির দাবি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকরভাবে আক্রমণ করেন তখন তৃণমূলের এই শালীনতা বোধ কোথায় থাকে?
আরও পড়ুন:💙 বেলেঘাটা মেট্রো নিয়ে অসন্তোষ প্রকাশ CRS-র! ‘পরীক্ষায় ফেলের জন্য’ দুষল পুলিশকে
🦩শনিবার ভোট প্রচারে বেরিয়ে বর্ধমানের কামনাড়ায় গৌর কালীবাড়িতে পুজো দেন দিলীপবাবু। সেখানে পুরোহিতকে তিনি বলেন, ‘মাকে বলুন, যাতে বর্ধমান – দুর্গাপুরের মুখ রাখতে পারি। বহিরাগতরা যেন জামা - কাপড় খুলে রেখে চলে যায়।’
ꦚদিলীপের এই মন্তব্যকে অশালীন বলে দাবি করে সোচ্চার হয়েছে তৃণমূল। তাদের দাবি, ‘এর আগে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে অসাংবিধানিক মন্তব্য করেছেন। তার জন্য কমিশন তাঁকে শো-কজ করেছে। শুক্রবারই সেই শো-কজের জবাব দিয়েছেন তিনি। তার পর ২৪ ঘণ্টা কাটতে না - কাটকে প্রতিপক্ষকে ফের অশালীন আক্রমণ করলেন তিনি। এই ধরণের প্রার্থীকে ভোট প্রচারে সেন্সর করা উচিত কমিশনের। আমরা সেই দাবি নিয়ে কমিশনের কাছে যাব।’
আরও পড়ুন: ꧑‘তোমার বিচার হায় হায়’ বিজেপি প্রার্থী অভিজিতের বিরুদ্ধে ব্যানার মেদিনীপুরে
✨পালটা বিজেপির তরফে দাবি করা হয়েছে, ‘রাজ্যে বিজেপির উত্থানের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নড্ডাকে উদ্দেশ করে নানা কুকথা বলেছেন। তখন কি তৃণমূলের শালীনতাবোধ ঘুমিয়ে ছিল? তখন কেন প্রতিবাদ করেননি তৃণমূল নেতারা? নিজেদের নেত্রীর জন্য এক রকম আর বিরোধী নেতার জন্য তাদের অন্য রকম অবস্থান কেন?’