অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশির জেরে বিতর্ক তৈরি হয়েছ🧜িল। সেই রকম বিতর্ক আবার যাতে নতুন করে তৈরি না হয় তার জন্য রাজ্যের হেলিপ্যাডগুলির জন্য নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশিকার পর নতুন বিজ্ঞপ্তি জারি করে করেছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের প্রত্যেকটি হেল🌼িপ্যাডে তল্লাশির ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি তল্লাশির পরিকাঠামো রাখতে হবে প্রতিটি হেলিপ্যাডে। পরিব🍎হন দফতরের স্পেশাল সেক্রেটারি তথা ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর এবং স্টেট সিভিল অ্যাভিয়েশনের নোডাল অফিসার এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিভিন্ন জেলার জেলাশাসকদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লোকসভা নির্বাচন চলাকালীন প্রত্যেকটি হেলিপ্যাডে ফ্রিস্কিং এবং চেকিংয়ের পর্যা🍎প্ত পরিকাঠামো রাখতে হবে। গত ১৪ই এপ্রিল বেহালা ফ্লাইং ক্লাবে ফ্রিসকিং ও চেকিংয়ের গ🦩িয়েছিলেন আয়কর আধিকারিকরা। কিন্তু সেখানে কোনও পরিকাঠামো ছিল না বলেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন। ‘অভিষেক দলের একজন একনিষ্ঠ সৈনিক’, আপনার যো♐গ্য উত্তরসূরি? জবাব দিলেন মমতা
আরও পড়ুন। অভিষ🤡েকের বিরুদ্ধে ডায়মন্ডহারবারে অভিজিৎ, কে এই বিজেপি প্রার্থ♉ী? তুঙ্গে চর্চা
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এক্স হ্যান্ডেল এ পোস্ট করে অভিযোগ করেন আয়কর দফতরের আধিকারিকরা তাঁর হেলিকপ্টারে তল্লাশি করেছেন। কপ্টারের নিরাপত্তা রক্ষীদের আটকে রেখে এই তল্লাশি চালানো হয়। হেলিকপ্টারের তল্লাশি নিয়ে সরব হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায♐়।
আরওপড়ুন। ব্যালটে ভোটের সময় কী হত, সেটা ভুলে যাইনি, EVM-তে আস্থাꦗ SC-র, উঠে এল ꦅবাংলার কথাও
কমিশন সূত্রে খবর, এই তল্লাশির ঠিক পরদিন ১৫ এপ্রিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের স্টেট সিভিল এভিয়েশনের স্টেট নোডাল অফিসারকে চিঠি পাঠিয়ে জানান ১৪ এপ্রিল বেহালা ফ্লাইং ক্লাবে তল্লাশির পর্যাপ্ত পরিকাঠামো ছিল না। আয়কর দফতরের নোডাল অফিসার চিঠি দিয়ে বিষয়টি নির্বাচন কমিশনারকে অবগত 🔯করে। তার পরই কিমশনের পক্ষ থেতে সংশ্লিষ্ট প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। আগাম🐼ী দিনে যাতে তল্লাশি নিয়ে যাতে কোন বিতর্ক তৈরি না হয় তার জন্য এই নির্দেশিকা দিল নির্বাচন কমিশন।
আরও পড়ুন। নিশীথের কনভয় থাꩵমিয়ে🗹 পুলিশের তল্লাশি, তুমুল বচসা জুড়ে দিলেন বিজেপি প্রার্থী
আরও পড়ুন। লোকসভা নির্বাচনের সব খবর পড়ুন এখানে।