তমলুকে প্রচার সভায় প্রশ্ন তুলেছিলেন বিজেপ🍎ি প্রার্থী অভি✱জিৎ গঙ্গোপাধ্য়ায়। বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?
এবার তার জবাব দিলেন 🐼অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আ♏জ মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি। এরপরই তিনি একটি ছবি তুলে ধরেন। বলেন এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। কী ছিল সেই ছবিতে?
সেই ছবিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিষেক বলেন, এই হচ্ছে মমতা ব্ꦛযানার্জির দাম। তুমি যার টিকি ধরে রাজনীতি করো সে মাথা নীচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে। আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছ। এই মমতা ব্যানার্জির দাম। বাংলার ১০ কোটি মানুষের দাম। বিপ্লবীর মাটির দাম। যার টিকি ধরে তুমি রাজনীতি করো সে মাথা নীচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই বাংলার মাটিকে কলুষিত হতে দেবেন না। কলঙ্কিত হতে দেবেন না।
সূত্রের খবর সম্প্রতি হলদিয়ার চৈতন্যপুরে সভা করতেই গিয়ে রেখা পাত্রের কথা টেনে এনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। 🌃তোমার হাতে কেউ ১০ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতেই থাকে না সেই রেশন। তোমার রেট ১০ লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করো বলে? রেখা পাত্র গরিব মানুষ। লোকের বাড়িতে কাজ করে। আমাদের প্রার্থী। মমতা বন্দ্য🅷োপাধ্যায়ের মতো সুন্দরী নন। সেজন্য তাকে ২০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে অন্য এক মহিলা সম্পর্কে কী করে ওই উক্তি করতে পারেন।’
এদিকে ইতিমধ্য়েই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। কমিশনের তরফ থেকেও এবার সেই বক্তব্যের ব্যাখা চাওয়া হয়েছে। অভিজিৎকে কার্যত শোকজ করা হয়েছে কমিশনের তরফে। অভিজিৎ জানিয়েছেন, চাইলে আমি ভিডিয়োটা পাঠিয়ে দেব। আমি কোন দিক থꦆেকে এই ব🐻ক্তব্যটা বলেছিলাম সেটা জানিয়ে দেব।