একদিকে দেব। আর অন্য়দিকে হিরণ। জমে উঠেছে লড়াই। ঘাটাল একেবারে জমজমাট। তার মধ্য়েই একে অপরকে নিশানা করে তোপ দাগছেন। হিরণ চট্টোপাধ্য়ায় বিজেপি প্রার্থী সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে মূলত একটি অডিও 🅺ক্লিপ ছিল। হিরণ দাবি করেছিলেন সেখানে একটি কণ্ঠ হল দেবের। তার এক সহযোগী চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন বলে দাবি হিরণের। এনিয়ে প্রাথমিকভাবে প্রতিক্রিয়া দিয়েছিলেন দেব। প্রাথমিকভাবে ব💜িষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছিলেন কোনও মহিলার সঙ্গে তাঁর কথা হয়নি।
তবে এবার গোটা বিষয়টি অতটা হালকা ভাবে তিনি দেখতে রাজি নন। তবে এবার তা নিয়ে তিনি অভিযোগ জানানোর কথা জানালেন। দেব পাঁশকুড়ায় ভোট প্রচা🐷রে এসে জানান, সবংয়ে যে ঘটনা হয়েছে তা বিজেপির অভ্যন্তরীন বিষয়। তবে ভাইরাল অডিয়ো নিয়ে আমি আজকেই এফআইআর করছি। রাজনীতিতে খারাপ কথা বলাটা বিজেপির নিয়ম হয়ে গিয়েছে। সেই সঙ্গেই তিনি বলেন, ইডജি সিবিআই এফবিআই যেখানে যা আছে ডাকা হোক। ফেক অডিও আনা হচ্ছে। তাদের এবার চিহ্নিত করতে হবে। সেটাই করা হবে।
এদিকে হিরণ এ♌ই অডিয়ো ক্লিপকে ঘিরে বড় অনিয়মের দিকে ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর সন্দেহ ছিল যে কণ্ঠস্বরটি দেবের। তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল যে কণ্ঠস্বরটি এডিট করে তৈরি করা হয়েছিল। এদিকে𒐪 বিজেপি এনিয়ে তদন্তের দাবিও করেছিল। এমনকী হিরণ দাবি করেছিলেন যে এনিয়ে সিবিআই তদন্ত করা দরকার। সেই মতো তিনি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছিলেন।