তৃণমূল করলে CAAর অধীনে নাগরিকত্ব দেবে না মোদী সরকার। বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারে বেরিয়ে এমনই ঘোষণা করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাস🐼ংঘের নেতা শান্তনু ঠাকুর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি স্পষ্ট জানান, ‘যারা CAAর বিরোধিতা করছে তাদের আমরা নাগরিকত্ব দেব কেন?’
আরও পড়ুন: সন্দেশখালির অপরাধীরা সারা জীবন জেলেই থাকবে, কোচবিহারে🤡 গ্যারান্টি দিলেন মোদী
এদিন শান্তনু ঠাকুরকে বলতে শোনা যায়, ‘আপনারা সেল্ফ ভেরিফিকেশন করে নাগরিকত্বের আবেদন করুন। তার পর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমরা দেখে নেব। তখন আমাদের কাছে আসবেন। কোথায় কী করতে হবে হবে বলে দেব। কিন্তু তৃণমূলকে সঙ্গে নেবেন না। একটা তৃণমূলের লোককেও নাগরিকত্ব দেব না। তার পর ওদের খ্🅠যামটা নাচ দেখাব। বড় বড় কথা না? দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কেমন করে বাঁচায় তোদের’।
তিনি বলেন, ‘CAAতে নাগরিকত্ব না নিলে পরে NRC হলে বিপদে পড়বেন। দেখা গেল BJP NRC করল না। কিন্তু ২০০ বছর পর কেউ NRC করল। তার পর রাষ্ট্রপতি শাসন জারি করে সব বাংলাদেশে পাঠিয়ে দেবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বাঁচাতে আসব🌊ে?’
আরও পড়ুন: মা ভারতীর ওপর বিশ্বাস আছে এমন প্রতিটি পরিবারকে না🅰গ🔯রিকত্ব দেব, এটা মোদীর গ্যারান্টি
এই বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনু ঠাকুর বলেন, ‘হ্যাঁ আমি ঠিকই বলেছি। তৃণমূল সমর্থকদের নাগরিকত্ব দেব না। নাগরিকত্ব আইনের বিরোধিতা করবে। আবার নাগরিকত্বও চাইবে তা চলবে না। দল বেছেই তো ওরা নাগরিকত্বের বিরোধিতা করেছে। তাহলে কেন নাগরিকত্ব দ🐓িতে যাব ওদের’?
বলে রাখি, বৃহস্পতিবার কোচবিহারের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ꧒মাতায় যারা বিশ্বাস করেন, তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া আমার গ্যারান্টি।