ভারতীয় দলের ব্যাটি🙈ং অর্ডারের ভাগ্য অনেকটাই নির্ভর করতে চলেছে দেবদূত পাডিক্কালের ওপর। কারণ শুভমন গিলের অনুপস্থিতিতে তাঁকেই তিন নম্বরে ব্যাটিং করতে আসಌতে হবে আর অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওপেনাররা তেমন স্থায়ী নাও হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। কারণ যতই হোক উইকেট পরিবেশ নতুন, ফলে রাহুল-জয়সওয়াল জুটি কতটা ভালো স্টার্ট দিতে পারেন সেদিকে নজর থাকবে।
আরও পড়ুন-অস্ট❀্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এღবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
বড় দায়িত্ব দেবদূতের
ওপেনারদের মধ্যে কেউ আউট হলে মাঠে নামবেন দেবদূত পাডিক্কাল। তিন নম্বর পজিশনটি অত্যন্ত কঠিন পজিশন। কারণ ওপেনারের উইকেট হারানোর পর আর তাড়াতাড়ি উইকেট হারান✨ো যাবে না বিদেশের মাটিতে। চার নম্বরে বিরাট রয়েছেন। ফলে সামনের সারির চারজন ব্যাটারের মধ্যে দুজনকে কিছুটা রান করতেন হবে। তাই সব নজর দেবদূতে।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো🤡 কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো স্পেশাল-
ভারতীয় দলে আবার সুযোগ পাবেন💯 খেলতে, সেই নিয়ে পাডিক্কাল বলছেন,' অসাধারণ লাগছে। প্র্যাকটিসে যে লড়াইয়ের একটা আবহ দেখেছি সেটা আমাদের ভিতরও ঢুকে🃏। আমরা চ্যালেঞ্জটা উপলব্ধি করছি। প্রথম দিনে মাঠে নামার জন্য আমরা তৈরি। সবাই একটা ভালো সিরিজের জন্য সামনে তাকিয়ে আছে। এটা সব সময়ই স্পেশাল ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে নামা'।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব 🎃থেকে দামি হতে পারে যারা?
ভাবছিলাম যাতে অস্ট্রেলিয়ায় থাকতে পারি
ভারতীয় দলের এই বাঁহাতি ব্যাটার আরও বলছেন ‘ যখন আমি অস্ট্রেলিয়া কিছুদিন আগে এসেছিলাম, এ দলের হয়ে খেলতে। তখন ভাবছিলাম, যেন ভালো কিছু করতে পারি যাতে অস্ট্রেলিয়ায় সিনিয়র দলের সঙ্গে থেকে যেতে পারি। আর এখন যখন আমি সুযোগ পাচ্ছি, আমি নিশ্চয় চেষ্টা 🗹করব সেটা কাজে লাগানো।’
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দা🧔ম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর ▨কারা দামি?
গিলের চোটে দরজা খুলল পাডিক্কালের-
চলতি বছরের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলেছিলেন দেবদূত পাডিক্কাল, কিন্তু এরপর বাꦡদ পড়েছিলেন। অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে মোটামুটি পারফরমেন্স করে, আর শুভমন গিল ছিটকে যাওয়ায় চোটের জন্য তিনি সুযোগ পাচ্ছেন খেলার। বাঁহাতি এই ব্যাটার মরিয়া থাকবেন এত বড় সুযোগ কাজে লাগাতে, আর তাঁর মধ্যে যে স্কিল রয়েছে সেটা এ দলের হয়ে সফলেই স্কট বোলান্ডদের বিরুদ্ধে বুঝেছেন পাডিক্কাল।