শীতকাল মানেই একের পর এক বিমান বাতিলের দিন এসে গেল। মূলত কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ার জন্য দেখা যায় একের পর এক বিমান বাতিল করা হচ্ছে। এতে যাত্রী ভোগান্তি চরমে ওঠে। আবার সুরক্ষার বিষয়টিও দেখে বিমান সংস্থা। সেক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে একটা সমণ্বয় রক্ষার 🍎কথা বলা হয়ে থাকে। মূলত যাত্রীদের কাছে যাতে ঠিক সময় খবর পৌঁছয় সেটাও জানানো হয়েছে।
তবে♒ এবার বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু বিমান সংস্থাগুলিকে জানিয়েছেন, যদি ফ্লাইট দেরিতে চলে বা বাতিল হয়, তিন ঘণ্টার বেশি দেরি হলে সুরক্ষার জন্য তবে যাত্রীদের সঙ্গে সমণ্বয় বজায় রাখুন। বাতিল করে দিন বিমান।
মন্ত্রী জানিয়েছেন, দৃশ্যমানতা সংক্🍃রান্ত ব্যাপারে বিমান দেরি হলে বা বাতিল হলে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করুন। সেকারণে তাদের ফোন 🌸নম্বর টিকিট বুকিংয়ের সময় রেখে দিন। তিন ঘণ্টার বেশি দেরি হলে ফ্লাইট বাতিল করে দিন।
এদিকে গত ১৮ নভেম্বর দি💙ল্লি থেকে একাধিক ফ্লাইট দেরিতে চলে।
সেদিন দিল𝓀্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন ধোঁয়াশার কারণে দিল্লিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
ফ্লাইটরাডার২৪ জানি🌸য়েছে, দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায🌳় দিল্লি বিমানবন্দরে ১৬০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে, যার মধ্যে ১১৮টি প্রস্থান এবং ৪৩ টি আগমন রয়েছে।
এতে আরও দেখা গেছে, প্রস্থান গড়ে ২২ মিনিট ✨বিলম্বিত হয🎃় এবং সকালে সাতটি ফ্লাইট বাতিল করা হয়।
দিল্লিতে ধোঁয়াশার কারণে সোমবার নয়াদিল্ღলি ও আনন্দ বিহার স্টেশনে আসা ২৮টিরও বেশি ট্রেন ২ থেকে ৯ 😼ঘণ্টা দেরিতে চলছে।
ভ্রমণকারীদের ফ্লাইটের স্থিতি এবং তা✱দের ভ্রমণ পরিকল্পনায় সম্ভাব্য পরিবর্তনের আপডেটের জন্য বিমান সংস্থাগুলির সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণের মাত্রা দিল্লি-এনসিআর জুড়ে জিআরএপি স্টেজ ৪ দূষণ বিরোধী ব্যবস্থা সক্রিয় করেছে। সোমবার জানা গিয়েছিল সকꦯাল ৬টা নাগাদ শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) খারাপ হয়ে ৪৮১-এ নেমে আসে, যা এটিকে 'সিভিয়ার প্লাস' ক্যাটাগরিতে রাখে।
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী দূষণে𝓰র মাত্রা কমাতে সহায়তার জন্য পর্যায়ক্রমে অফিসের সময় ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারি🍬 অফিসগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০, দিল্লির সরকারি অফিসগুলি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) অফিসগুলি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।