পাঁচ বছর আগে ওয়াইএসআরসিপি-র কাছে ধরাশায়ী হয়েছিল টিডিপি ।আর এবার টিডিপির ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল ওয়াইএসআরসিপি। চন্দ্রবাবু নাইডুর দল একাই যে সংখ্যক আসন জিতেছে তার ধারে কাছেও নেই জগন মোহন রেড্ডির দল। লোকসভা এবং বিধানসভা, অন্ধ্রপ্রদেশে উভয় নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে ওয়াইএসআরসিপি।🐽 কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি, অসংখ্য কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন তা সত্ত্বেও এমন পরাজয় বিশ্বাসই করতে পারছেন না বিদায়ী মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি।
আরও পড়ুন: অন্ধ্রে সরকার গঠন করতে চলেছে চন্দ্রবাবু নাইডুরඣ TDP, চলছে বিজয়োল্লাস
অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে ১৭৫ টির মধ্যে টিডিপি একাই ১৩৫টি আসন পেয়েছে। জনসেনা ২১টি আসনে জিতেছে, বিজ🏅েপি ৮টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে ওয়াইএসআর কংগ্রেস একধাক্কায় নেমে ১১ আসনে জয়ী হয়েছে। যার মধ্যে পুলিভেন্ডুলা বিধানসভা আসন থেকে ৬১ হাজা෴র ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জগন রেড্ডি। তিনি জনগণের সেবা করে যাওয়ার প্রতিশ্রুতি নিশ্চিত দিয়েছেন। টিডিপি প্রধান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর হাতে পরাজয় মেনে নিয়ে তিনি বলেছেন, যে তাঁর দল এখন ‘কণ্ঠহীনের কণ্ঠস্বর’ হয়ে উঠবে।
তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত। সরকারে আসা দলগু🎀লিকে শুভকামনা রইল। আমরা জনগণের রায়কে সম্মান করি। আমরা🐼 আবার ঘুরে দাঁড়াবো।’ তিনি আরও বলেন, ‘ওয়াইএসআর কংগ্রেস পার্টি সমাজের পিছিয়ে মানুষদের প্রতিনিধিত্ব করার জন্য নিজেদের উৎসর্গ করবে।’