বিচারপতির পদে থাকাকালীন তিনি অনেকের চাকরি খেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে খারিজ করে জবর জবাব দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনিꦜ বলেন, ‘জেনে বুঝে উনি মিথ্যে কথা বলছেন।’
শুক্রবার সন্ধ্যায় মমতার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘উনি অনেক অযোগ্যদের চাকরি দিয়ಞেছেন যোগ্যদের বাদ দিয়ে। যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছেন উনি। সব জেনে উনি মিথ্যে কথা বলছেন।’
আরও পড়ুন: বসিরহাটে নিরাপদ, ডায়মন্ড হা��রবারে প্রতীক 🥀উর, বামেদের প্রার্থী তালিকায় আরও চমক
শুক্রবার আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে আয়োজিত সভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করেন মমতা। বলেন, 'বিচারপতির আসনে বসে অনেকের চাকরি খেয়েছেন। এখন তৃণমূল নাম করে যা খুশি বলে বেড়াচ্ছেন। এবার কিন্তু আপনার বিচার হবে। জনগণ আপনার বিচার করবে জনগণের আদালতে। এটা জনগণের আদালত। আমি তাই আপনার বিরুদ্ধে ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছি। ꦅআমি চাই দেবাংশু ছুটে ছুটে আপনাকে হারাক। আপনি হারুন জনগণের ভোটে।' মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিচারবিভা☂গের একাংশ বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট।
গত ৫ মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পর ৭ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন। সেই দিনই নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি মিছ𝐆িল থেকে অভিজিৎকে বিজেপিতে যোগ দেওয়া কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: নিজের কেন্দ্রেই গো♛–ব্যাক স্লোগান শুনলেন মহুয়া মৈত্র, মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী
নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি খুশি যে মুখোশটা বেরিয়ে গিয়েছে। মুখোশটা খুলে পড়েছে। মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে, বড় নেতা হয়ে গিয়েছিলেন, প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছেন, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছেন। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত, অনেক কিছু দেখেছি, আজ আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলেমেয়েদের চাকরি খেয়েছেন, তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়বেন আমি পড়ুয়াদেরই নিয়ে যাব, কারণ পড়ুয়ারাই লড়াই করবে, যাঁদের চাকরি আপনা🐭রা খেয়েছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, আপনারা চাকরি খেয়ে নেন।'
অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে প্রার্থী হতে মুখ্যমন্ত্রীর আক্রমণ আরও তীব্র হয়। এদিন তিনি বলেন, ‘ও্ই🍌 জন্য একটা বাচ্চা ছেলেকে ওখানে পাঠিয়েছি। ছুটিয়ে মারুক।’ রাজ্যে নিয়োগ দুর্নীতির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তার পর🌼 থেকে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মুখে পড়েছেন তিনি।