দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গিয়ে শুভেন্দু অধিকারীকে বাবা তুলে আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের দফতরের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঁথির প্রবীণ সাংসদ শিশির অধিকারীকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন তিনি। চ্যালেঞ্জ ছুঁড়♎ে বলেন, যা করার করে নিন।
আরও পড়ুন: CM-র উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণার ছক, গ্রেফতার প্রাক্তন পুলিশ আধিকারিকেꦡর ছেলে
এদিন সাংবাদিকরা কুণালকে প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো শুভেন্দু অধিকারীকে বাবা তুলে আক্রমণ♊ করেছিলেন। তখন আপনারা প্রতিবাদ করেননি কেন?
প্রশ্ন শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন কুণাল। বলেন, ‘আপনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন। আমি আবার শুভেন্দুর বাবা তুলছি। যা করার করে নিন, যান! কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন। তিনি একজন রাজনৈতিক নেতা। এমন নেতা, যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতাবন্দ্যোপাধ্যায়ের দয়ায় ২০০৯ সালে। শিশির অধিকারী ও তাঁর ছেলের🏅া যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে, দলের শহিদদের রক্তের বিনিময়ে’।
আরও পড়ুন: পার্থ–জ্যোতিপ্রিয়কে আবির মাখাতে গেলেন বন্দিরা, খেপে ফায়ার প্রাক্তন দু𓃲ই মন্ত্রী