আজ, ১ জুন শেষ দফায় ভোট রয়েছে কলকাতায়। অতীতে কলকাতার ভোটে বহিরাগতদের দাপট দেখা গিয়েছে। বাইরে থেকে লোকজন নিয়ে এসে অশান্তি তৈরি করা, ভোটদানে বাধা বা মারধরের মতোꦦ অভিযোগ এর আগের ভোটগুলিতে সামনে এসেছে। তার উপর জেলাগুলিতে ভোট পর্ব মিটে যাওয়ায় এবারও কলকাতায় ভোটে𝐆র সময় বহিরাগরদের আসার আশঙ্কা করা হচ্ছে। তাই কলকাতায় ভোটের দিন বহিরাগতদের ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন: ‘ট্রাবল⭕ মঙ্গার’রা বুথে না ব𓂃সে, কমিশনের নির্দেশে তালিকা তৈরি করে কড়া নজর পুলিশের
২০২১ সালে বিধানসভা নির্বাচন আর তারপরে পুরসভা নির্বাচন হয়েছিল কলকাতায়। সেই নির্বাচনগুলিতেও কলকাতায় বহিরাগত গুন্ডাদের দাদাগিরির অভিযোগ উঠেছিল। সে ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বুথে ছাপ্পা ভো🌳ট দেওয়ার অভিযোগও উঠেছিল। কখনও শাসক দলের বিরুদ্ধে বহিরাগতদের আনার আবার কখনও বিরোধীদের বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ উঠেছিল। তবে সব মিলিয়ে এর ফলে ভোট প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। অনেক ভোটারই তাদের ভোটদান করতে পারেননি।
তাই এবার কলকাতায় বহিরাগতদের💮 আটকাতে সব রকমের ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। শহরে নেমেছে অতিরিক্ত বাহিনী। শহরে ঢোকার ও বেরোনোর সমস্ত জায়গায় বিশেষ নজরদারির চালানো হচ্ছে। এ ছাড়া, থাকছে নাকা তল্লাশির ব্যবস্থা। সবমিলিয়ে শহরের ৪৫টি জায়গায় বিশেষ নাকা তল্লাশি করা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটি গাড়ি ধরে তল্লাশির পাশাপাশি শহরে আসার কারণ জানা হচ্ছে।