আসন্ন লোকসভা নির্বাচনে কেরলের ২০ টি আসনের মধ্যে সবকটিতে প্রার্থী ঘোষণা করল সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোট। এবারের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য নাম কেকে শৈলজা। পিনারাই বিজয়ন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যিনি করোনাℱ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর এই কাজ সে সময় নজর কাড়ে বিশ্বের। ২০২০ সালের ২৩ জুন বিশ্ব জনসেবা দিবসে ভারত থেকে তাঁকেই বক্তা হিসাবে আমন্ত𒈔্রণ জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ।
কেরল লোকসভার ২০ টি আসনের মধ্যে সিপিএম ১৫, সিপিআই ৪ এবং কেরল কংগ্রেস (মনি) একটিতে লড়বে। জানা গিয়েছে, শৈলজা ছাড়া উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, প্রাক্তন অর্থমন্ত্রী টমাস আইজ্যাক (পথনমথিট্টা) এবং বিদা🐼য়ী লোকসভা সাংসদ এএম আরিফ (আলাপ্পুঝা) এবং অভিনেতা-বিধায়ক মুক🌺েশ (কোল্লম)।
এক নজরে এলডিএফের প্রার্থী তালিকা
১. কে রাধাকৃষ্ণন (আলাথুর)
২. কে কে শৈলজা (বড়কারা)
৩. এম মুকেশ (কোল্লাম)
৪. টি এম টমাস আইজাক (পাঠানমথিট্টা)
৫. এ বিজয়রাঘবন (পালাক্কাড়)
৬. এমভি জয়রাজন (কান্নুর)
৭. এলামারাম করিম (কোঝিকোড়)
৮. সি রবীন্দ্রনাথ (চালাকুড়ি)
৯.জয়েস জর্জ (ইদুক্কি)
১০. এমভি বালাকৃষ্ণন (কাসারগড়)
১১. এ এম আরিফ, বর্তমান সাংসদ, (আলাপ্পুঝা)
১২. কে এস হামসা (পোন্নানি)
১৩. ꦚভি ওয়াসিফ, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি, (মালাপ্পুরম)
১৪. কেজে শাইন (এর্নাকুলাম)
১৫. ভি জয় (অটিঙ্গাল)
আরও পড়ুন। বিচ্ছেদের পরেও তা🐲মিলনাড়ুর প্রয়াত এআইএডিএমকে নেতাদের প্রশংসা মোদীর, কারণটা কী?
এছাড়🧜া এলডিএফ-এর দ্বিতীয় বৃহত্তম সহযোগী ভারতীয় কমিউনিস্ট🍃 পার্টি (সিপিআই)-এর প্রার্থী তালিকা
১. ভি এস সুনীল কুমার (ত্রিশূর)
২.পান্নিয়ান রবীন্দ্রন (তিরুবনন্তপুরম)
৩.অ্যানি রাজা (ওয়েনাড়)
৪. সিএ অরুণ কুমার (মাভেলিক্কারা)
কোট্টায়াম আসনের বর্তমান সাংসদ টমাস চাঝিকাদান একই আসন থেক🌄ে এলডিএফ-এর সহযোগী কেরল কংগ্রেস (এম)🎐-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজ্যসভায় সিপিএমের নেতা এলামারম করিমকে কোঝিকোড়ের মতো ‘কঠিন’ আসনে এ বার প্রার্থী করেছে সিপিএম। রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে প্রার্থী হিসাবে সিপিআই নেতা ডি রাজার স্ত্রী অ্যানির নাম ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, শৈলজা এবং টমাসকে ২০২১ সালের বিধানসভা 💖ভোটে টিকিট দেয়নি সিপিএম। এবার সরাসরি লোকসভাতে দুজনকে টিকিট দিয়েছে।