রাত পোহালেই লোকসভা নির্বাচনের গণনা শুরু হবে। আর বেরিয়ে আসবে ফলাফল। ইতিমধ্যেই এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা প্রকাশ পেয়েছে। আর সেটাকেই সম্পূর্ণ সঠিক ধরে নিয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদেরকে মারধর করার অভিযোগ উঠেছে। এই মারধর থেকে মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মহিলার মেয়েও। এই গোটা ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। কুলতলির বিধানসভার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৪ নম্বর বুথের ঘটনাജয় আহত মা ওꦓ মেয়ে।
অভিযোগ উঠেছে, বরিবার রাতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ির সামনে গিয়ে বিজেপি কর্মীরা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এই ঘটনার প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। তারপরই বাড়ির মধ্যে ঢুকে ওই মহিলা কর্মীকে মারধর করা হয়। এক মহিলাকে মারধর করা হচ্ছে দেখে তাঁর মেয়ে মাকে বাঁচাতে গেলে মেয়েকেও মারধর করা হয়। বিজেপির এই মারধরের ঘটনায় দু’জন জখম হন। এই গালিগালা📖জের প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী কবিতা মণ্ডল। তখন বাড়ির মধ্যে গিয়ে ওই মহিলা কর্মীকে মারধর করেন বিজেপি কর্মীরা বলে অভিযোগ।
আরও পড়ুন: ধ💛সে আটকে পড়ল দেড় হাজার পর্যটক, উত্তর সিকিমের লাচুংয়ে এখন ভয়াবহ অবস্থা
এদিকে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন মা ও মেয়ে। এই ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখജনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বুথফেরত সমীক্ষা দেখেই যদি এমন আক্রমণ, হামলা নেমে আসেꦰ তাহলে বেশি আসন সত্যিই পেলে চরম অত্যাচার নেমে আসবে। এমনই আশঙ্কা করছেন কুলতলির তৃণমূল কংগ্রেস কর্মীরা।