লোকসভা নির্বাচন চলাকালীন হাওড়া, হুগলি, মেদিনীপুরে মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। এমনকী ধর্ষণের অভিযোগও উঠেছিল। এখন ভোট মিটে গিয়েছে। তাও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাংলায় থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর ভোটগণনার একদিন আগেই এবার খাস কলকাতায় একই অভিযোগ উঠল। কেন্দ্রীয় বাহিনীর জওয়🅰া♏নের বিরুদ্ধে এবার কলকাতায় উঠল শ্লীলতাহানির অভিযোগ। ভোটের ডিউটি সেরে ফেরার পথে ওই জওয়ান বাড়িতে ঢুকে দুই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। দুই তরুণীর অভিযোগের ভিত্তিতে চিৎপুর থানার পুলিশ অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে।
রাতে ভোটের কাজ সেরে ফেরার পথে দুই তরণীর 🔴শ্লীলতাহানি করে ওই জওয়ান বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিল অভিযুক্ত জওয়ান। অভিযোগ, মদ্যপ অবস্থায় বিটি রোডের পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে ওই জওয়ান। তখন দুই বোন বাড়িতে ঘুমাচ্ছিলেন। ওই দুই তরুণীদের দাবি, বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করে অভিযুক্ত জওয়ান। জওয়ানের ওই কাণ্ডে চিৎকার করেন তরুণীরা। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। তখন সেখানে পৌঁছে যায় চিৎপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা ওই জওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।
আরও পড়ুন: রাত পোহালেই লোকসভা নির্বাচনের গণনা, আজই সাংবাদিক বৈঠক ডাকল꧂ নির্বাচন কমিশন
এদিকে ভোটের ডিউটি সেরে রবিবার রাতে কলকাতা স্টেশনে আসে ওই জওয়🧸ান। আর সেখান থেকে বিশেষ ট্রেনে তার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, ওই জওয়ান স্টেশন সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়ে ঘুমন্ত দুই বোনের শ্লীলতাহানি করে। অশ্লীল ভাবে দুই বোনের শরীরে জওয়ান স্পর্শ করে বলে অভিযোগ। তখন ঘুম ভেঙে গেলে তাঁরা চিৎকার শুরু করেন। এই অভিযোগ সত্যি কিনা তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে একজন অফিসারকে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় গোটা শহরে আলোড়ন ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে পঞ্চম দফার নির্বাচনের প্রাক্কালে হাওড়ার উলুবেড়িয়ায় এক গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। আবার ভোটের ডিউটিতে এসে আইটিবিপি’র এক জওয়ান বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে হুগলির জাঙ্গিপাড়ায়। ষষ্ঠ দফার নির্বা🅷চনের সময় ডেবরাতে একই অভিযোগ উঠেছিল। বাড়িতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠে কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে। জল খাওয়🏅ার নাম করে বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করে ওই জওয়ান বলে অভিযোগ। আর এবার খাস কলকাতায় ঘটল একই ঘটনা।