লোকসভা ভোটে বিভিন্ন দল প্রার্থী তালিকা প্রকাশের পর যাঁরা টিকিট পাননি, তেমন বহু দলীয় নেতার ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করে। একাধিক দলে এমন বেসুরো নেতারা ক্ষোভ উগরে দিয়ে খবরের লাইমলাইট কেড়ে নেন। এরই মাঝে গুজরাটে কংগ্রেসের নেতা রোহন গুপ্ত খবরে। পার্টি তাঁকে দিয়েছিল লোকসভা ভোটে প্রার্থীপদের টিকিট। এরপর সেই প্রার্থীপদ ছেড়ে দেন রোহন। এরপর তিনি একগুচ্ছ ক্ষোভ জাহির করে পার্টিও ছেড়ে দিলেন।কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে একটি চিঠি হাইকমান্ডের কাছে পাঠান রোহন গুপ্ত। সেখানে তিনি অভিযোগ তোলেন, তাঁকে ‘ক্রমাগত অপমান’ করা হয়েছে। এছাড়াও তাঁর চরিত্রহননের চেষ্টা করা হয়েছে। ইস্তফা পত্রে রোহন অভিযোগের সুরে লেখেন, কংগ্রেসের কমিউনিকেশন ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত এক নেতার দ্বারা হেনস্থার শিকার হয়েছেন রোহন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর ইস্তফাপত্র তুলে ধরেন রোহন গুপ্ত। সেখানে তিনি তুলে ধরেন তাঁর বাবার কথা। রোহন জানাচ্ছেন, তাঁর বাবা গুরুতর অসুস্থ। আর তিনিই রোহনকে বলেছেন, ‘গত ৪০ বছর ধরে তিনি কীভাবে বিশ্বাসঘাতকার শিকার হয়েছেন।’ রোহন লিখছেন, ‘উনি (রোহনের বাবা) চাননি যে যা কিছুর মূল্য তাঁকে চোকাতে হয়েছে, তা আমাকেও চোকাতে হোক, কারণ গোটা পরিবার দেখেছে যে, কী সাংঘাতিক মানসিক সমস্যার মধ্যে দিয়ে গত ২ বছর আমি গিয়েছি, যা সমস্যা তৈরি করেছেন কংগ্রেসের কমিউনিকেশন ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত এক নেতা।’ গুজরাটের কংগ্রেস নেতা রোহন গুপ্ত লিখছেন,'আমার বাবা আমার সাথে ঘটতে থাকা একই জিনিস কল্পনা করতে পেরেছিলেন, যা আমি পারিনি। তিনি এটি সহ্য করেছিলেন এবং শেষ পর্যন্ত তার স্বাস্থ্য নষ্ট হয়েছে।বাইপাস সার্জারি করতে হয়েছে… যা তিনি কখনই চাননি যে আমার সঙ্গেও হোক।' কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে রোহন গুপ্ত লেখেন, তাঁর আত্মসম্মানে তিনি আর আঘাত সহ্য করতে চাইছেন না। সেই কারণেই তিনি কংগ্রেস পার্টি ছাড়ছেন। উল্লেখ্য, গুজরাটের আমেদাবাদ পূর্ব লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় রোহন গুপ্তকে। কংগ্রেসের টিকিটে তাঁকে প্রার্থীপদ দেওয়া হয়েছিল। তবে প্রার্থী পদ ছাড়ার পর পরই তিনি পার্টি থেকেও ইস্তফা দেন। তিনি ইস্তফা পত্রে জানিয়েছেন, ভাঙা মন নিয়ে তিনি এই পার্টি ছাড়ছেন। উল্লেখ্য, মোদী গড় গুজরাটে সদ্য বিধানসভা ভোটে গেরুয়া সুনামি দেখা যায়। বিজেপি রাজকীয় চালে সেখানে ফের ক্ষমতায় আসে। এদিকে, লোকসভা ভোটে গুজরাটে ২৬ টি আসন রয়েছে। ভোট হতে চলেছে এক দফায়। ৭ মে লোকসভা ভোট রয়েছে গুজরাটে।