সব ঠিকই ছিল। কিন্তু কিছুই ঠিক হল না। লোকসভা নির্বাচনের মরশুমে এমন অবস্থাই দেখে গেল বঙ্গ–বিজেপির অন্দরে। একেবারে শেষ মুহূর্তে খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে পূর্ব মে🎉দিনীপুর জেলার পাঁশকুড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা বাতিল করা হল। এই ঘটনা নিয়ে বেশ চাপে পড়ে গেল বঙ্গ–বিজেপির নেতারা। কারণ সন্দেশখালির ঘটনা ফাঁস হওয়া এবং ব🌸িজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে অশ্রাব্য গালিগালাজের পর এই সভা বাতিল মানুষের কাছে বিরূপ বার্তা যাবে বলে মনে করা হচ্ছে। তাই শুধু আবহাওয়াই সভা বাতিলের একমাত্র কারণ, নাকি নেপথ্যে এই ঘটনাই কারণ তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
দীর্ঘ তাপপ্রবাহের পরিবেশ কাটিয়ে এখন বর্ষণমুখর দিন দেখছেন রাজ্যবাসী। কিন্তু এমন বর্ষণ হচ্ছে না যাতে সভা বাতিল করতে হয়। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্ﷺযায়ের সমর্থনে পাঁশকুড়ায় অমিত শাহের সভা নিয়ে আলোচনা চলছিল। আজ ১০ মে নির্বাচনী সভার দিন জানানো হয়েছিল। কিন্তু হঠাৎ বুধবার বিজেপির পক্ষ থেকে জানানো হয়, খারাপ আবহাওয়ায় হেলিকপ্টার ওঠা–নামা করার ক্ষেত্রে অসুবিধা হবে। তাই সভা বাতিল হয়েছে। যদিও এই তত্ত্ব মানছেন না অনেকেই। শুভেন্দুর জন্য বাংলায় মুখ দেখাবার অবস্থা নেই বলেই এই সভা বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: রাহুল গান্ধী–💫নরেন্দ্র মোদীর বহরমপুর সফরܫ বাতিল, চাপে পড়লেন প্রার্থী অধীর চৌধুরী
সম্প্রতি তিনটি ঘটনা পর পর ঘটেছে। এক, সন্দেশখালির স্টিং অপারেশন সামনে এসেছে। তাতে শুভেন্দু অধিকারীর নাম উঠে এসেছে। অস্বস💙্তিতে পড়েছে বিজেপি। দুই, বোমা পড়বে বলার পর ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। যা সুপ্রিম কোর্টে আটকে যায়। এমনকী একজন শিক্ষক দিব্যেন্দু অধিকারীকে ফোন করে বলেছিলেন, ১২ লাখ টাকা তিনি শুভেন্দু অধিকারীর কথায় অন্যজনকে দিয়ে চাকরি পেয়েছিলেন। কিন্তু এখন চাকরি চলে গিয়েছে। সেই অডিয়ো ক্লিপ ফাঁস হয়ে যায়। তিন, বাঁকুড়ায় সভা করতে গিয়ে মহিলাদের স্লোগানের মাঝে পড়েন শুভেন্দু অধিকারী। তখন বাংলার মহিলাদের উদ্দেশে বাবা–মা তুলে গালাগালি দেন। এই পরিস্থিতিতে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকার রাশ শুভেন্দু অধিকারীর হাতে আছে। সেখানে গেলে নানা প্রশ্ন উঠতে পারে। তাই বাতিল বলে সূত্রের খবর।