একে তো প্রবল গরম পড়েছে। তার উপর যদি মদের দোকান বন্ধ থাকে তাহলে আইস কিউব দিয়ে একটু গলা ভেজাবার পরিকল্পনা ভেস্তে যাবে। আর ঠিক এই কারণে মাথায় হাত পড়েছে সুরাপ্রেমীদের। কারণ ঠিক ৪৮ ঘণ্টা পরই শুরু হচ্ছে 🃏দেশের ১৮তম লোকসভা নির্বাচন। সুতরাং রাজনৈতিক উত্তাপ এবং তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে জোরকদমে। আজ বুধবার প্রথম দফার ভোটগ্রহণ পর্বের প্রচার শেষ হচ্ছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে মদের দোকানের দরজা বন্ধ হয়ে যাবে। এমন খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়েছে সুরাপ্রেমীদের। লোকসভা নির্বাচনের জেরে মদের উপর কোপ পড়েছে। এটাকে সুরাপ্রেমীরা ভালভাবে নিচ্ছেন না।
এদিকে আজ বিকেলের আগেই মদ কিনে রাখতে হবে। তা না হলে দোকানে আর মিলবে না মদের বোতল। দোকান বন্ধ থাকবে প্রথম দফার ভোট না মেটা পর্যন্ত। অর্থাৎ ১৯ এপ্রিল পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে। তবে এটা শুধু যেখানে ভোট আছে সেইসব রাজ্যে। আজ, বুধবার ১৭ এপ্রিল বিকেল ৫টার পর থেকে ১৯ এপ্রিল বিকেল ৫টায় ভোট মেটা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে। এটাই কপালে ভাঁজ ফেলেছে সুরাপ্রেমীদের। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের দিন যেসব রাজ্যের যতগুলি কেন্দ্রে ভোট হবে সেখানে ড্রাই ডে কার্যকর থাকবে। নির্বাচন চলাকালীন মদ কেনাবেচার উপর জারি থাকবে নিষেধাজ্ঞা। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করে দিতে হবে। এটা বাধ্যতামূলক।♒
আরও পড়ুন: ‘কিছুই ছিঁড়তে পারবেন না’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে আবার বেলাগไাম মন্তব্য ෴দিলীপ ঘোষের