সামনে লোকসভা নির্বাচন। বেশি মাত্রায় আসন জিততে হবে। আর তার রণকৌশল ঠিক করতেই আজ, শনিౠবার পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের নিয়ে বৈঠকে করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন ধরে ধরে যেমন তিনি আলোচনা করেছেন তেমন দিয়েছেন কড়া বার্তাও। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে নেতাদের অন্দরে। কোনও গাফিলতি যে তিনি সহ্য করবেন না সেটা স্পষ্টভাষায় বুঝিয়ে দিয়েছেন। আবার দলের অন্দরে যতই অপছন্দ থাক, একজোট হয়েই লড়তে হবে বলে নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
কোনওরকম গোষ্ঠীদ্বন্দ্ব তিনি বরদাস্ত করবেন না বলে নেতাদের বুঝিয়ে দেন। পঞ্চায়েত নির্বাচনে জয়ের সাফল্য এসেছে বলে লোকসভা নির্বাচনকে হালকাভাবে নেওয়া যাবে না। এই আচরণ বরদাস্ত করবে না দল বলে চড়া সুরে জানান অভিষেক। সূত্রের খবর, পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের নিয়ে বৈঠকে এই ভাষাতেই নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনার প্রাপ্য টাকা কেඣন্দ্রীয় সরকার দিচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে এই কথা বোঝাতে নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: 𓃲বিজেপির প্রতিষ্ঠা দিবসে মোদীর প্রশংসায় ন🧸ড্ডা, নির্বাচনের জন্য দিলেন ভোকাল টনিক
এমনকী কেন্দ্রীয় সরকারকে ডেডলাইন দেওয়া হয়েছে। তারপরও যদি আবাসের টাকা না দেয় তাহলে তা রাজ্য সরকার দেবে। এই কথা আগেই ঘোষণা করা হয়েছিল। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাবেন আবেদনকারীরা বলে নেতাদের জানিয়ে দিয়েছেন অভিষেক। আর এই কথাটাই বাড়ি বাড়ি গিয়ে জানাতে বলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। লক্ষ্মℱীর ভাণ্ডারের ভাতা বেড়েছে। একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার দিয়েছে। যা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এটাও বাড়ি বাড়ি গিয়ে প্রধানদের বলেত নির্দেশ দিয়েছেন অভিষেক।