সন্ন্যাসীদের নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার൩ ভূপতিনগরে কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে ভোটপ্রচারে এসে এব্যাপারে মুখ খোলেন তিনি। শাহ বলেন, ভোটে জিততে এই ত্যাগী - তপস্বী স꧒ন্ন্যাসীদের ওপর হামলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে কাজ হবে না।
আরও পড়ুন: যখন তখন হামলা হতে পারে, আশ্রম🎐 ও স্কুলে ⭕কেন্দ্রীয় নিরাপত্তা চাইলেন কার্তিক মহারাজ
পড়তে থাকুন: রাবণের রাজত্বে সা✅ধুদের ওপর তো হা🍎মলা হবেই: সুকান্ত মজুমদার
এদিন শাহ বলেন, ‘সম্প্রতি মমতা ব্যানার্জি বলেছেন, সন্ন্যাসীরা আমাদের হারানোর চেষ্টা করছেন। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের ওপর দোষারোপ করেছেন। মমতা দিদি, ভারত সেবাশ্রম সংঘ না থালকে, স্বামী প্রণবানন্দ না থাকলে আমাদের✨ বাংলা আজ বাংলাদেশের অংশ হত। ꧂ভোটে জিততে এই ত্যাগী - তপস্বী সন্ন্যাসীদের ওপর হামলা কোরো না। এসব করে ভোটে জিততে পারবে না।’
এদিন শাহ ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘রামমন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু নিজের ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে তিনি সেই অনুষ্ঠানে যাননি।’ শাহ দাবি করেন, ‘পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যা গোটা দেশের জন্য উদ্বেগের। আর সেই অনুপ্রবেশকারীদের রেশন কার্ড, আধার কার্ড দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের🦄 সরকার। রাজ্যে বিজেপি ৩০ আসন পেলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই কার্ড পাবেন।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশের ২৪ ঘণ্টা পরেও ⭕রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে কিছু জানেনই না মমতা
এদিনের সভা থেকে বড় ঘোষণা করেন অমিত শাহ। রাজ্যে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের অপব্যবহার হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, ‘আমরা ভয় পাই না। আমি আজ কাঁথিতে বলে যাচ্ছি, পুলিশের অপব্যবহার বন্ধ করো। নইলে বাংলার মানুষ ২ট༺ো ৪টে⛦ আসন দিত সেগুলোও হাতছাড়া হবে। আমি এখানে বলে যাচ্ছি, মমতা দিদি শুভেন্দুর ওপরে যত অত্যাচার চালাবে বিজেপি শুভেন্দুজিকে তত বড় নেতা বানাবে।’