লোকসভা ভোটের ফলে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বিন্দুমাত্র বৃদ্ধি পাবে না বলে মন্🔜তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্ꦅযায় কাঁথিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি। রাজ্যে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভালো ফলের জন্য মুসলিম ভোট ও বামেদের দায়ী করেন তিনি।
আরও পড়ুন - দক্ষিণবঙ্গে ভোটে ভরাডুবি, রাজ্য বিজেপিতে শেষ হবে 𝓀শুভেন্দু-রাজ?
পড়তে থাকুন - বিষ্ণুপুরে ধ🥃ুন্ধুমার🍬, TMC - BJP সংঘর্ষে গণনাকেন্দ্রের মাঠ যেন রণক্ষেত্র
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে কোনও ভূমিকা থাকবে না। এটা সম্ভব হয়েছে কারণ মুসলিমরা চাকরি চান না। তারা তাঁদের জীবনযাপন আরো হোক চান না। তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল, হাসপাতাল চান না। তারা চান কেউ তোষণ করুক আর আমরা তাকে ভোট দেব। সেই কারণে ১০০ জনের মধ্যে ৯২ জন মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিকে ভোট দিয়েছে। সেই কারণে তিনি এবারেও ৪৬ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছেন। সিপিএমের ২𝄹 – ৩ শতা✱ংশ ভোট সরাসরি তৃণমূলের দিকে গেছে।’
পড়তে থাকুন - দক্ষিণবঙ্𓆏গে ভোটে ভরাডুবি, রাজ্য বিজেপিতে শেষ হবে শুভেন্দু-রাজ?