ভিডিয়ো দেখিয়ে নন্দীগ্রামের ছাপ্পাভোটের অভিযোগ তোলেন দেবাংশু ভট্টাচার্য। কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সেই অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। শনিবার বেলায় মুখ্য নির্বাচনী🧜 আধিকারিক আরিজ আফতাব বলেছেন, ‘এটা ভুল খবর। ওই বুথে ভিভিপ্যাট পরিবর্তন করতে হয়েছিল। ছাপ্পার কোনও ঘটনা ঘটেনি।’ তারইমধ্যে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি করেছেন যে চোখ বন্ধ করে বিজেপিকে ভোট দিচ্ছেন নন্দীগ্রামের মানুষ। এত মানুষ বিজেপিকে ভোট দিচ্ছেন যে ভোটদান-পর্ব শুরুর তিন ঘণ্টার মধ্যেই নাকি ইভিএমে পদ্মফুলের বোতাম বসে গিয়েছে।
দেবাংশুর ছাপ্পার অভিযোগ
শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে দেবাংশু দাবি করেন যে নন্দীগ্রামের সোনাচূড়ার একটি বুথে ছাপ্পা চলছে। তিনি বলেন, ‘নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের ২৭৯ নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা দিচ্ছে বিজেপি! শুভেন্দুব𒁃াবু, লজ্জা করুন একটু।’ উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। যেখানে বিজেপির প্রার্থী হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিআইএমের প্রার্থী হলেন সায়ন বন্দ্যোপাধ্যায়।
কমিশনের প্রতিক্রিয়া
তৃণমূলের অভিযোগ পাওয়ার পরই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখা হয়। দেবাংশু যে বুথে ছাপ্পার অভিযোগ তোলেন, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের কর্মীরা। তারপর মুখ্য নির্বাচনী আধিকারিক জানান যে ছাপ্পাভো🌌ট পড়েনি।
নন্দীগ্রামের ভোট নিয়ে শুভেন্দু
তারইমধ্যে নন্দীগ্রামের ভোট নিয়ে শুভেন্দু দাবি করেন, সোনাচূড়া-সহ নন্দীগ্রামের একাধিক পঞ্চায়েতে এজেন্ট দিতে পাꦦরেনি তৃণমূল। নন্দীগ্রামে যে ৬৩টি ‘মুসলিম বুথ’ আছে, সেগুলির মধ্যে দু'একটি বাদ দিলে প্রায় সব বুথেই মুসলিমরাই বিজেপির এজেন্ট হয়েছেন। নন্দীগ্রাম-২ থেকে বিজেপি প্রার্থী ১৮,০০০-২০,০০০ ভোটের লিড পাবেন তমলুকের বিজেপি প্রার্থী। আর নন্দীগ্রাম-১ থেকে লিডটা ৫,০০০ থেকে ১০,০০০-র মধ্যে থাকবেন বলে দাবি করেছেন শুভেন্দু।
তমলুক লোকসভা কেন্দ্রের ভোট সংক্রান্ত আরও খবর
১) নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে এক বৃদ্ধকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের বিরুদ্ধে। ২৩৫ নম্বর বুথে সেই ঘটনা ঘটে🍌ছে বলে অভিযোগ উঠেছে।
২) তমলুক লোকসভার অন্তর্গত মহিষাদল বিধানসভার ২১৮꧃ নম্বর♏ বুথের সিপিআইএম পোলিং এজেন্টকে পোলিং বুথ থেকে বের করে দেওয়া হয়েছে- সেই খবর পেয়েই ঘটনাস্থলে আসেন সিপিআইএম প্রার্থী সায়ন। প্রিসাইডিং অফিসার ও সেক্টর অফিসারকে ধমক দিয়ে নিজের পোলিং এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে আসেন।