পাখির বাসায় রাখা আছে তিনটি ডিম। একটিতে লেখা ‘SC’। অপর দুটি ডিমের উপর লেখা আছে ‘ST’ এবং ‘OBC’। আর সেই পাখির বাসায় এসে একটি বড় ডিম ফেলে দিলেন এক ব্যক্তি। যে ব্যক্তিকে দেখতে অনেকটা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতো। তাঁর সঙ্গে আরও এক ব্যক্তি আছেন। যে ব্যক্তিকে দেখতে কংগ্রেস-শাসিত রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মতো। ডিমটা ফেলে দিয়ে ওই দুই ব্যক্তিকে হাসতে-হাসতে চলে যেতে দেখা যায়। ততক্ষণে ডিম ফেটে চারটি ‘ꦉপাখি’ বেরিয়ে এসেছে। মুসলিম ডিম ফেটে যে 'পাখি' বেরিয়েছে, সেটির চোখেমুখে আগ্রাসন দেখা যাচ্𒈔ছে। মাথায় একটি টুপিও আছে। যেটি দেখতে অনেকটা ফেজটুপির মতো। অন্যদিকে, ‘SC’, ‘ST’ এবং ‘OBC’ ডিম ফেটে যে তিনটি 'পাখি' বেরিয়েছে, সেগুলির চোখেমুখে ভয়-আতঙ্ক ধরা পড়ছে। তারইমধ্যে রাহুলের মতো দেখতে ব্যক্তি সেখানে চলে আসেন। আর মুসলিম ‘পাখি’-কে প্যাকেট থেকে কিছু খাওয়াতে থাকেন। প্যাকেটে লেখা আছে ‘তহবিল’। সেটা খেয়েই মুসলিম ‘পাখি’ বড় হয়ে যায়। আর ‘SC’, ‘ST’ এবং ‘OBC’ ডিম ফেটে বেরিয়ে আসা ‘পাখি’-দের তাড়িয়ে দেয়।
সোশ্যাল মিডিয়ায় কর্ণাটক বিজেপির তরফে এমনই একটি অ্যানিমেশন ভিডিয়ো পোস্ট করা হল। যে ভিডিয়ো নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, কেরল প্রদেশ কংগ্রেসের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত এবং কংগ্রেসের মুখপাত্র লাবণ্য বল্লাল জৈন 🍸জানিয়েছেন যে কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
কংগ্রেসের অভিযোগ, ওই ভিডিয়োর মাধ্যমে আদতে তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি জনজাতি (এসটি) এবং অন্যান্য অনগ্রসর 𝕴শ্রেণির (ওবিসি) সম্প্রদায়ের মানুষদের বাজেভাবে তুলে ধরা হয়েছে। তাঁদের 'ডিম' হিসেবে দেখানো হয়েছে বিজেপির ভিডিয়োয়। সেই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, বিজেপির তথ্যপ্রযুক্তি (আইটি) সেলের প্রধান অমিত মালব্য এবং কর্ণাটকের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি তুলেছে কংগ্রেস।
সেইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কংগ্র🎃েসের তরফে প্রশ্ন তোলা হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে এই ভিডিয়োটি আপলোড করতে কীভাবে কমিশনের রাজ্যস্তরের মিডিয়া মনিটরিং কমিটি অনুমোদন দিয়েছে, সেটা ভাবাও যাচ্ছে না। আর যদি অনুমোদন ছাড়াই পোস্ট করা হয়, তাহলে কেন বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে প্র🅰শ্ন তুলেছে কংগ্রেস।
সেই রেশ ধরে কমিশনকে আক্রমণ শানিয়ে কেরল প্রদেশ কংগ্রেসের তরফে মেরুদণ্🦂ড অর্ডার দেওয়ার ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, ‘কেউ একজন নির্বাচন কমিশনের মেরুদণ্ড অর্ডার দিয়েছেন। আশা করা যায় যে সোজা হয়ে দাঁড়ানোর জন্য ওটা ব্যবহার করতে পারবেন।’