২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে ভরা ব্রিগেড থেকে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাৎপর্যপূ্র্ণভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায় নন, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁদের নিয়ে হাঁটলেন মমতা। এবার উত্তরবঙ্গের প্রার্থী তালিকাগুলি একবার দেখে নেওয়া যাক। তাৎপর্যপূর্ণভাবে এবারের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক নতুন নাম। কিছু নাম নিয়ে কার্যত এতদিন চর্চার বাইরে ছিল তাঁদেরও এবার প্রার্থী করা হয়েছে।দার্জিলিং : দার্জিলিং আসন থেকে এবার তৃণমূলের প্রার্থী গোপাল লামা। প্রাক্তন আমলা। ভূমিপুত্র। এতদিন তাঁর নাম নিয়ে চর্চা হচ্ছিল। তিনিই হলেন প্রার্থী। কার্শিয়াংয়ের বাসিন্দা। একটা সময় দার্জিলিংয়ের এসডিও ছিলেন। আমলা হিসাবে প্রায় ২০ বছর দার্জিলিংয়ে কাটিয়েছিলেন তিনি।কোচবিহার: অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনে এবার তৃণমূলের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। এখানে বিজেপির প্রার্থী হিসাবে রয়েছে নিশীথ প্রামাণিক, কেন্দ্রের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী। তাঁর বিরুদ্ধেই প্রার্থী করা হল জগদীশকে। মূলত সিতাইয়ের বাসিন্দা তিনি। সিতাইয়ের বিধায়ক তিনি। একসময়ে ফরাওয়ার্ড ব্লকে ছিলেন।আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন প্রকাশ চিক বরাইক। অভিষেক বলেন, তিনি রাজ্যসভার জনপ্রিয় সাংসদ ও জেলা তৃণমূল সভাপতি।জলপাইগুড়ি থেকে লড়াই করবেন নির্মল চন্দ্র রায়। তিনি ধূপগুড়ির বিধায়ক। অভিষেক বলেন, তিনি উপনির্বাচনে জিতেছিলেন। ধূপগুড়িকে যাতে মহকুমায় উন্নীত করার ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।রায়গঞ্জ থেকে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। একটা সময় তিনি বিজেপিতে গিয়েছিলেন। পরে আবার তৃণমূলে যান। তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি অভিযানও করেছিল। তিনিই এবার রায়গঞ্জের তৃণমূল প্রার্থী।বালুরঘাটের এবার তৃণমূল প্রার্থী হচ্ছে বিপ্লব মিত্র। অভিষেক বলেন, বালুরঘাটের ভূমিপুত্র ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের নাম ঘোষণা করছি। আদপে গঙ্গারামপুরের বাসিন্দা তিনি। তবে দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত। তবে মাঝে কিছুদিন দলের প্রতি অভিমানে তিনি বেসুরো হয়েছিলেন।মালদা উত্তরে বড় চমক। সেখানে প্রার্থী হচ্ছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্য়ায়। দীর্ঘদিন গৌড়বঙ্গের পুলিশ প্রশানের অন্দরমহল তাঁর নখদর্পনে। পুলিশে থাকাকালীনও তিনি ছিলেন মমতার গুডবুকে। তিনিই এবার তৃণমূলের প্রার্থী।মালদা দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী শাহনাওয়াজ আলি রেহান। অভিষেক বলেন, অক্সফোর্ডে পিএইডি করেছে। তিনি মালদারই ভূমিপুত্র। তিনিই মালদা থেকে লড়াই করবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সংখ্য়ালঘু অধ্যুষিত মালদায় এবার বিজেপি ও বাম কংগ্রেস জোট শেষ পর্যন্ত কতটা ভালো প্রার্থী দিতে পারে সেটাই টক্কর। কারণ এই আসনে তাদের লড়াই আরও কঠিন হল।