প্রধানমন্ত্রীর চাপে আদালতে যোগ্য চাকরিহা༺রাদের পাশে দাঁড়াতে বাধ্য হয়েছে SSC. এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলꦏে পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে গিয়ে এই দাবি করেন তিনি।
আরও পড়ুন: প্রাথমিকেও 🐓দেদার দুর্নীতি, রিপোর্টꩲ দিল CBI, খাঁড়া ঝুলছে ৩২ হাজার চাকরির ওপর
পড়তে থাকুন: সন্দেশখালিতে ♔ধর্মের ভিত্তিতে মহিলাদের ধর্ষণ করেছে শেখ শ൲াহজাহানরা: অমিত শাহ
শুভেন্দুবাবু বলেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, বিজেপি যোগ্য চাকরিহারাদের পাশে আছে। তাদের জন♉্য লিগাল সেল বানানোর নির্দেশ দিয়েছেন। তার পরেই SSC যোগ্যদের সংখ্যা জানতে পেরেছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তিনি বলেন, আদালতের পর্যবেক্ষণ নিয়ে কিছু বলব না। তবে ২ মে ২০২২ সালে যারা মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন তাদের সবার জেলে থাকা উচিত।
মঙ্গলবার দীর্ঘ শুনানির পর ২০১৬ SSC নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সঙ্গে অতিরিক্ত শূন্যপদ তৈরির মন্ত্♈রিসভার সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ বজায় রেখেছে সর্বোচ🎃্চ আদালত। এর ফলে যোগ্য ও অযোগ্য মিলিয়ে মোট ২৫,৭৫৩ জনের চাকরি আপাতত যাচ্ছে না। তবে তাদের মুচলেকা দিতে হবে, কেউ অযোগ্য বলে বিবেচিত হলে তাকে এই সময়কালে পাওয়া বেতন সুদসহ ফেরত দিতে হবে। মামলাটির পরবর্তী শুনানি ১৬ জুলাই।
গত শুক্রবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা অকারণে সাজার কবলে পড়েছেন তাদের জীবন লন্ডভন্ড হয়ে গিয়েছে। আমি আমার রাজ্য বিজেপি অধ্যক্ষকে একটা পরামর্শ দিতে চাই নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ রয়েছেন যারা সত্যিই শিক্ষকের ♊চাকরি পাওয়ার যোগ্য। বাকিদের পাপের ফলে এই নির্দোষরাও বিপদে পড়েছেন। নিয়োগ দুর্নীতিতে যাদের চাকরি গিয়েছে, 💞তাদের মধ্যে সৎ ও যোগ্যদের পাশে আমরা পার্টির তরফ থেকে দাঁড়াব। আমি রাজ্য বিজেপিকে বলেছি, রাজ্যস্তরে একটি লিগ্যাল সেল ও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাতে হবে। এতে সেই প্রার্থীদের সুবিধা হবে যাদের নথি সঠিক থাকা সত্বেও এই দুর্নীতির শিকার হয়েছেন’।
আরও পড়ুন: মমতা একজন নোংরা রাজনীতিবিদ, ঈশ্🐠বরের পক🤪্ষেও ওকে বাঁচানো কঠিন: সিভি আনন্দ বোস
প্রধানমন্ত্রী বলেন, ‘বিজেপি এই প্রার্থীদের আইনি ꦆসহায়তাও দেবে ও তাদের সুবিচার দিতে সর্বশক্তি দিয়ে কাজ করবে। আমরা সৎ লোকেদের পাশে থাকব। আমার বাংলা শাখা ভোটের মধ্যেই এই কাজ করতে থাকবে। যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাজা হোক। কিন্তু অনেক সৎ মানুষ আছেন, যাদের কাছে আসল ডিগ্রি রয়েছে এখন তাঁরাও ফেঁসে গিয়েছেন। সৎ লোকেদের জন্য পশ্চিমবঙ্গ বিজেপি কাজ করবে, এটা মোদীর গ্যারান্টি’। এর কয়েকঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে SSCর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘অভিযোগহীন প্রার্থীদের আলাদা করতে সব রকম চেষ্টা চালাচ্ছেন তাঁরা।’