ভোট প্রচারে বেরিয়ে ফের ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়লেন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বুধবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে প্রচা𓆏রের সময় তাঁকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। পালটা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে চোর চোর স্লোগান দেন দেবাংশুর সঙ্গে থাকা তৃꦗণমূলকর্মীরা। কোনও ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আরও পড়ুন: ২০🦋১৬ প্যানেল বাতিলে বাংলার স্কুলগুলিতে কতটা শূন্যতা তৈরি হবে?✤ বিস্ফোরক পরিসংখ্যান পর্ষদের
পড়তে থাকুন: ‘মমতা বন্🐈দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু
দেবাংশুকে চোর স্লোগান
বুধবার দুপুরে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার চালাচ্ছিলেন দেবাংশু। মোটরসাইকেলের পিছনে বসে জনসংযোগ সারছিলেন তিনি। তখনই তাঁকে রাস্তার পাশ থেকে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। রীতিমতো দেবাংশুর মোটরসাইকেলের সামনে এসে স্লোগান দেন তাঁরা। হাসি মুখে হাত জোড় করে বিক্ষোভকারীদের সা♛মাল দেন দেবাংশু। তবে পালটা স্লোগান দিতে থাকেন তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা। শুভেন্দু অধিকারীকে উ💜দ্দেশ করে চোর স্লোগান দিতে থাকেন তাঁরা।
পালটা স্লোগান তৃণমূলের
স্লোগান পালটা স্লোগানে ব্যাপক উত্💃তেজনা ছড়য়া এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সঙ্গে সঙ্গে ময়দানে নামে দেবাংশুর সঙ্গে থাকা পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দেবাংশুর যাওয়ার র🎃াস্তা পরিষ্কার করে দেন তাঁরা।
আরও পড়ুন: ‘আগে সবাই এই হাসিটা পছ🦩ন্দ করত, এখন পাগল বলে’! মিম বানানো নি⭕য়ে বক্তব্য রচনার
পরে দেবাংশু সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাকে উদ্দেশ করে শুধুমাত্র চোর স্লোগান দেও♔য়া হয়নি, আমাকে ধাক্কা💙ও দেওয়া হয়েছে। মোটরসাইকেলে আঘাত করা হয়েছে।দলের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হবে। তার পর পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করার করবে।’
জনতার বিক্ষোভ
তবে🐷 দেবাংশুর কনভয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, নিয়োগ দুর্নীতিতে আদালতের রায়๊ে জনমানসে ব্যপক ক্ষোভ তৈরি হয়েছে। তার জেরে সাধারণ মানুষ তৃণমূল প্রার্থীকে দেখে চোর চোর স্লোগান দিয়েছে।