উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষকে দ🍸েওয়া হল এক্স ক্যাটাগরির নিরাপত্তা। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাঁদের নিরাপত্তা দেওয়𝔉া হয়েছে। এছাড়া রাজ্যের আরও ছয় বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
তাপস রায় এবং তমোঘ্ন ঘোষ ছাড়া কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন বোলপুরের পিয়া সাহা, আরামবাগের অরূপ দিগার, উলুবেড়িয়ার অরুণ উদয় পাল চৌধুরী🌃, দমদমের শীলভদ্র দত্ত, কৃষ্ণনগরের অমৃতা রায়, দক্ষিণ কলকাতার দেবশ্রী চৌধুরী। এঁদের প্রত্যেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা থাকবে। প্রসঙ্গত, এর আগে আরও ছয় বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন। হাতে🦩 সংবিধান নিয়ে, কাড়ায় চড়ে মনোনয়ন জমা দিলেন কুড়মি প্রার্থী𝓀 অজিত মাহাতো
জানা গিয়েছে শনিবার থেকেই💯 কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন প্রার্থীরা। তাঁদের সঙ্গে পাঁচজন করে নিরাপত্তা কর্মী থাকবেন। প্রচারের সময় তাঁরাই প্রার্থীর নিরাপত্তার উপর নজর রাখবেন।♉
এর আগে যে পাঁচ জন বিজেপি নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে তারা হলেন, রেখা প🐲াত্র, নির্মল সাহা𝄹, অশোক পুরকাইত, অশোক কান্ডারী, কার্তিক পাল এবং প্রনথ টুডুদের।
আরও পড়ুন। ট্রেনে চড়েই মনোনয়ন, রাস্তায় বাম প্রার্থীর পায়𝕴ে প্রমাণ, সৌজন্যতা দেখালেন হিরণ
ইতিমধ্যেই দুদফার ভোট হয়ে গিয়েছে রাজ্যে। ৭ মে তৃতীয় দফার ভোট। ভোট হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণে। তৃতীয় 🎐দফার ভোটকে কেন্দ্র করে প্রচার চলছে জোর কদমে। বৃহস্পতি🅷বারা রাজ্য এসে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর পড়ুন। ভ𒅌োটে দলꦛের থেকে ফান্ড মেলেনি, টিকিট ফেরত দিলেন পুরীর কংগ্রেস প্রার্থী
লোকসভা ভোটের সব খবর পড়ুন এখানে
ষষ্ঠ দফায় বাড়তি নিরাপত্তা
ষষ্ঠ দফার নির্বাচনে বাড়তি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চায় কমিশন। মোট ৮ টি লোকসভা কেন্দ্রে লোকসভার ভোট রয়েছে। পঞ্চম দফায় কেন্দ্রীয় ༒বাহিনী মোতায়েন করা হচ্ছে ৭৬২ । দক্ষিণবঙ্গের ভোটে ধাপে ধাপে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী🐎 বাড়ানোর সিদ্ধান্ত নিয়েথে নির্বাচন কমিশন। ষষ্ঠ দফায় মোট ৯৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। ২৫ মে ষষ্ঠ দফার ভোট কড়া নজরদারি নির্বাচন কমিশনের। ষষ্ঠ দফায় দুই মেদিনীপুর সহ জঙ্গল মহলে ভোট হবে।