সংখ্যালঘু তোষণ ও রাজ্যের প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ভোটে জিতেছে তৃণমূল। মঙ্গলবার সন্ধ্যায় কাঁথিতে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকা༺রী✨। তিনি বলেন, হতাশায় ভেঙে পড়ার কোনও কারণ নেই। কাল থেকেই মাঠে নামব।
আরও পড়ুন - ডায়মন্ডꦍ হারবারে গণনাকেন্দ্রে বিরোধীদের মারধর - হু𓄧মকির অভিযোগ, গণনা বয়কট বাম-BJPর
পড়তে থাকুন - বিষ্ণুপুরে ধুন্ধুমার, TMC - BJP সংঘর্ষে গণনাকেন্দ্রের মাঠ যেন রণক্ষেত🥀্র
শুভেন্দুবাবু বলেন, ‘এক শ্রেণির ভোটারকে ভয় দেখানো হয়েছে।🌼 বুথভিত্তিক ফলাফলের নিরিখে তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে। ২১টার বেশি আসন আমরা পাব বলে আশা ছিল। লোকসভা ভোটের নিরিখে বেশ কয়েকটা আসন আমরা অল্প ভোটে হেরেছি। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটাররা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের থেকেও ১ শতাংশের কিছু বেশি ভোট আমাদের দিয়েছেন, সেজন্য আমি ভোটারদের কাছে কৃতজ্ঞ। তাছাড়া ২০২১ সালে ৭৭টা বিধানসভায় বিজেপি জিতেছিল। এবার ১০০টার কাছাকাছি বিধানসভায় আমরা এগিয়ে রয়েছি।’
শুভেন্দুর আশ্বাস, ‘পশ্চিমবঙ্গের অপশাসন, কুশাসন, দুর্নীতির বিরুদ্ধে ২১ সালের পর থেকে যে লড়াই আমাদের ছিল তা জারি থাকবে। ভোটারদের স্বপ্নপূরণে ভারতীয় জনতা পার্টি সর্বক্ষণ কাজ করবে।’𓃲
দলীয় কর্মীদের বিজয় মিছিল না করার জন্য অনুরোধ করে শুভেন্দু বলেন, ‘যে ১২টা আসনে আমরা জয়ী হয়েছি সেখানে বিজয় মিছিলের নামে আমরা অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আমাদের কর্মীদের♓ অনুরোধ করব। কোনও ভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা না-দেওয়ার জন্য অনুরোধ করব। কোথাও হিংসা হলে আমরা জানাবেন। পোস্ট পোল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি।’
আরও পড়ুন - দক্ষিণবঙ্গে ভোটে ভরাডুবౠি🐈, রাজ্য বিজেপিতে শেষ হবে শুভেন্দু-রাজ?
অভিষেকের জয়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বনামܫধন্য ভাইপো, যিনি গিনেস বুকে নাম তুলে ৭ লক্ষের বেশি ভোটে জিতেছেন, এ প্রহসনের নির্বাচন সবাই দেখেছে। আমরা ক্যানিং পূর্ব, ঘাটালের কেশপুর ও ডায়মন্ড হারবারের কথা বলেছিলাম। এই দম্ভ ঔদ্ধত্য অহঙ্কার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, কিন্তু স্থায়ী শান্তি পাওয়া যায় না। এই ঔদ্ধত্য অহঙ্গারের পতন জনগণের দ্বারাই হবে।’