পার্থ, মানিক, শাহজাজাহানের পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে উঠল চোর চোর স্লোগান। বৃহস্পতিবার বিকেলে আলিপুরদুয়ারের চালসা🔜য় বিজেপির ♑সভা থেকে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে চোর স্লোগান দেন কর্মী সমর্থকরা। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। তবে চোর স্লোগানে কান না দিয়ে হাত জোড় করে শুভেচ্ছা গ্রহণ করতে করতে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
মমতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান
এদিন আলিপুরদুয়ারের চালসায় আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে জাতীয় সড়কের পাশে চলছিল জনসভা। তখন উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় সেখান দিয়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রী আসছেন শুনেই সভাস্থলের সামনে দাঁড়িয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর🧜্থকরা। পুলিশকর্মীরা তাদের স্লোগান না দিতে অনুরোধ করেন। তবে তাতে তেমন একটা কাজ হয়নি।
চোর স্লোগানের মুখে পড়েও একেবারে মেজাজ হারাননি মমতা বন্দ্যোপাধ্যায়। হাসি মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ শুভেচ্ছা গ্🦹রহণ করতে করতে এগিয়ে যায় তাঁর গাড়ি।
সবাই জানে তৃণমূল মানে চোর
এই ঘটনা নিয়ে মনোজ টিগ্গা বলেন, ‘যে রাস্তা দিয়ে তৃণমূলের নেতারা যায় সেখানেই চোর চোর স্লোগান ওঠে। এটা বিজেপি বলছে না। সারা বাংলার মানুষ বলছে। কারণ মানুষ জানে সব চুরি হয়েছে তৃণমূলের আমলে। পশ্চিমবঙ্গের মানুষ জেনে গিয়েছে, তৃণম𒁃ূল মানে চোর। আর চোর ম🎃ানে তৃণমূল। তৃণমূল হচ্ছে চোরের দল। তাই যখনই তৃণমূলের কোনও নেতা রাস্তা দিয়ে যায় সাধারণ মানুষ চোর চোর স্লোগান দেয়।’