এই যে দেখছেন বাঘদাড়া। বাপ-দাদুর মুখে শুনেছি এই দ্বীপেই নাকি একটা সময় বাঘ ঘুরে বেড়াত। চারপাশ ছিল জঙ্গলে ভর্তি। তবে সেসব আজ অতীত। এখন আর এই দ্বীপে বাঘ নেই। উন্নয়ন হয়েছে। তবে বঞ্চনাও রয়েছে। সুন্দরবন উপকূলে দাঁড়িয়ে এমনই নানা কথা বলছিলেন দিবাকর রায়, পলাশ কর-রা। লোকসভা ভোট এসেছে গোটা দেশে♔। সেই ভোটের হাওয়া সুন্দরবন উপকূলের একাধিক দ্♍বীপে।
কাকদ্বীপ, নামখানা পেরিয়ে দশমাইল হয়ে কিছুটা গেলেই চোখে পড়বে উত্তাল জলরাশᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚি। সেই জল দিয়ে মোটরচালিত নৌকায় কিছুটা যাওয়ার পরেই সুন্দরবনের দ্বীপ। টোটো, মোটরভ্যান, নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছে🧔ন অনেকেই। পর্যটকরাও বড় ভরসা। জীবন জীবিকার রোজকার লড়াই। তার সঙ্গেই লড়াই ঝড়ের সঙ্গে। তবুও বাঁচে সুন্দরবন।
তবে এলাকায় যে উন্নয়ন একেবারেই হয়নি তেমন🔜টা নয়। তবে বঞ্চনার কথাও মুখে মুখেꦡ ফেরে।
সুন্দরবনের একাধিক দ্বীপ থেকে বহু যুবক চলে ꧟গিয়েছেন ভিনরাজ্যে কাজ করতে। বছরে একবার দুবার আসেন। আবার চলে যান। মূলত পঞ্চায়েত ভোটের আগে ও বিধানসভা ভোটের আগে তাঁরা আসেܫন। লোকসভা ভোটের আগে এবার অনেকেই ভিনরাজ্য়ের রুটি রুজির ছেড়ে আসেননি।
এই দ্বীপগুলির মানুষরা, এই উপকূলের মানুষরা বছরের পর বছর ধরে দেখছেন ঝড়ের তাণ্ডব। আয়লা, আমফান, ইয়াস। সেই সব ঝড়ের কথা বলতে গিয়ে এখনও শিউরে ওঠেন এলাকার লোকজন। এই সব ঝড়ের পরে কেমন আছেন সেখানকার বাসিন্দারা? তারই খবর নিল হিন্দুস্তান টাইমস বাংল🥂া।