অনিরুদ্ধ ধর
সামনেই মেঘালয় ভোট। তার আগে জমে উঠেছে লড়াই। চলছে বাক যুদ্ধ। এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করে তির ছুঁড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মেঘালয়♏ে বিজেপিকে সুবিধা করে দিতে তৃণমূল ময়দানে নেমেছে বলে দাবি করেছিলেন রাহুল গান্ধী। এবার তারই জবাব দিলেন মহুয়া। তার সঙ্গেই তিনি জানিয়েছেন, গেরুয়া দলের একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়।
রাহুল গান্ধী বুধবার জানিয়েছিলেন বিজেপি যাতে ক্ষমতায় ফিরতে পারে সেকারণেই মেঘালয়ে চেষ্টা করছে তৃণমূল।শিলংয়ে নির্বাচনী সভায় গিয়ে তৃণমূলকে আক্রমণ করেছিলেন রাহুল। বাংলার হিংসা ও দুর্নীতির প্রসঙ্গও উল্লেখ করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল ক্ܫষমতায় রয়েছে, সেখানে হিংসা আর দুর্নীতি রাজ চলছে।
রাহুল গান্ধী মেঘালয়ে ভোট প্রচারে গিয়ে তৃণমূলকে সরাসরি আক্রমণ কর🅷েন। বুধবার শিলংয়ের সভায় রাহুল গান্ধী বলেছিলেন, বিজেপিকে ক্ষমতা দখলের সুযোগ করে দিতেই ভোটে লড়ছে তৃণমূল। এদিকে বুধবারই মেঘালয়ে ভোট প্রচারে গিয়েছেন ♐তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই তৃণমূলকে নিশানা করেন রাহুল।
রাহুল তৃণমূলকে আক্রমণ করে জানিয়েছেন, আপনারা তৃণমূলের ইতিহাস জানেন। পশ্চিমবঙ্গে কেমন হিংসা ও দুর্নীতি হয় তা সকলের জানা। এটা থেকে সাবধান হোন। এদিকে গোয়া বিধানসভা ভোটে তৃণমূল কীভাবে বিপুল খরচ করেছিল সেটাও জানানো হয়েছে রাহুল গান্ধীর তরফেℱ।
এর সঙ্গেই তৃণমূলক𝓀ে বিজেপির বন্ধু ও ভোট কাটার দল বলেও তিনি উল্লেখ করেছেন। কার্যত বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তৃণমূল উত্তর পূর্বাঞ্চলে নেমেছে সেকথা জানিয়ে দেন রাহু🐷ল গান্ধী।
এবার রাহুল গান্ধীর এই কটাক্ষের জবাব দিয়েছেন মহুয়া মৈত্র। তিনি উত্তর শিলংয়ের একটি সভায় বলেন, কংগ্রেস কি বিজেপিকে হারাতে পারবে? তবে আমাদের কোনও প্রয়োজন হবে না। তবে কংগ্রেস বিজেপিকে হারাতে ব্যর্থ হওয়ার আমরা মানুষের সামনে একটি বিকল্প হিসাবে সামনে আসি। তৃণমূল 🥃হচ্ছে♐ একমাত্র বিকল্প শক্তি।
সংবাদ সংস্থা এএনআই মহুয়া মৈত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, কংগ্রেস একের পর এক রাজ্য়ে হেরে যাচ্ছে। আর আমরা বাড়িতে বসে সে🅘টা দেখে যাব। আমাদের শক্তি আছে। যদি সমস্ত পুরুষ ভোট ভাগ হয়ে যায়। কিন্তু প্রতিটি মহিলা ভোট যদি মেঘালয়ের মহিলা প্রার্থীর জন্য থাকে তবেও তৃণমূল জিতে যাবে।