সকাল আটটা থেকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। কিন্তু এদিন যথারীতি অফিস টাইমে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে এলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ঢোকার সময় তাঁকে গণনাকে কেন্দ্র করে যে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করা হলে কমিশনার বলেন,🦹'আমাদের কাছে🌠 অশান্তির অভিযোগ এসেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।'
(পঞ্চায়েত নির্বাচনের সব লাইভ আপডেট পড়ুন: WB Pan﷽chayat Election Result 2023 Live: কেষ্টহীন বীরভূমে পঞ্চায়েত দখল বাম-কংগ্রেসের)
প্রসঙ্গত ভোটের দিনও সকাল সাতটা থেকে ভোটে শুরু হলেও অফিস টাইমেই কমিশনে আসেন রাজীব সিনহা। তখনই ভুরি ভুরি অভিযোগ এসেছিল কমিশনের দফতরে। অফিসে পৌঁছে তিনি জেলা প্রশাসনকে ফোন করে, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়নে করা হয়েছে তার রিপোর্ট পাঠাতে বলেন। পরে সাংবাদিকদের জানান, যেখানে যেখানে পুনর্নিবাচন করার প্রয়োজন রয়েছে, সেখানে পুনর্নিবাচন হবে। পরে তিনি ৬৬৯ বুথে পুনর্নিবাচ🎉নের ဣনির্দেশ দেন।
ভোটের দিন অফিসে ঢোকার সময় তিনি যে ভাবে সংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে চলে গিয়েছিলেন। মঙ্গলবার তা তিনি করেনি। বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ এসেছে তা🍌 জানিয়ে বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি।’ কমিশন সূত্রে খবর, অফিসে ঢুকেই তিনি এসপি, জেলাশাসকদের নির্দেশ দেন, গণনা কেন্দ্রে যার অশান্তি করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে।
গণনার আগের দিন রাত থেকেই রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর এসেছে। স্ট্রংরুমে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢুকে পড়েছে বিজেপি, এই অভিযোগ জানায় তৃণমূ🍬ল। দলের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। উতপ্ত হয় পরিস্থিতি।
অন্যদিকে গণনার দিন সকালে বিভিন্ন জেলা অশান্তির খবর এসেছে। ডায়মন্ড হারবারে🦂 গণনা কেন্দ্রের সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে। অন্য দিকে মুর্শিদাবাদের আমডাঙায় দুই সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এক সিপিএম প্রার্থীর নাম বিশ্বজিৎ সামন্ত। তিনি সন্তোষপুর ১৩৯ নম্বর বুথের প্রার্থী। অন্য সিপিএম প্রার্থীর নাম মহম্মদ কুতুবউদ্দিন। তিনি আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে ৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী। গণꦕনাকেন্দ্রের সামনে থেকেই তাঁকে অপহরণ করা🍰 হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।
অন্য দিকে মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। বর্ধমানে সিপিএম–বিজেপি এজেন্টকে নিগ্রহের অভিযোগও এসেছে। বালি নিশ্চিন্দা দুর্গাপুর পল্লীমঙ্গল হাইস্কুলে বিজেপি এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠছে। বিজেপির মহিলা এজেন🉐্টের জামাকাপড় ছিড়ে দে🗹ওয়া হয় বলেও অভিযোগ।