আজ তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই হল সাগরদিঘিতে। কয়েকটি ঝামেলার ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৭৩ শতাংশের বেশি। সাগরদিঘি উপনির্বাচনের যাবতীয় হাইলাইটস দে💙খুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
দুপুর ৩ টে পর্যন্ত সাগরদিঘিতে ভোট পড়েছে প্রায় ৬৩.৫ শতাংশ
দুপুর তিনটে পর্যন্ত সাগরদিঘ🉐িতে ৬৩.৪৩ শতাংশ ভোট পড়েছে।
৭১ নম্বর বু কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
সাগরদিঘির ৭১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। দꦏুই দলই একে অপরের বিরুদ্ধে বহিরাগত ঢোকানোর অভিযোগ তোলে꧒।
নকল ইভিএম তরজা
নকল ইভিএম কাণ্ডে শাসকদল অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে। অভিযোগ, গোবর্ধনডাঙ্গা অঞ্চলের ঘুঘড়ি🐻ডাঙ্গায় ২৩৫ ও ২৩৬ নম্বর বুথের বাইরে প্রথমে বিজেপি কর্মীরাই নকল ইভিএম নিয়ে বসেছিল। এরপর তৃণমূল কর্মীরাও নকল ইভিএম নিয়ে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে ✱সেখানে।
'তৃণমূল-বিজেপি সমর্থকরাও কংগ্রেসকে ভোট দিচ্ছে', দাবি অধীরের
সাগরদিঘিতে কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী অধীর চৌধুরী। তিনি বলেন, ‘তৃণমূলের সন্ত্রাস🐷 উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছে। কিছু কিছু তৃণমূল কর্মী সমর্থক ও বিজেপি সমর্থকরাও কংগ্রেসকে ভোট দিচ্ছে।’ এদিকে অধীরবাবু অভিযোগ করেন, পুলিশের মদতেই সন্ত্রাস করছে তৃণমূল।
ভোটার ও নির্বাচনী অফিসারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগ
সাগরদিঘির বন্যেশ্বর পঞ্চায়েতে🍸র ১৪ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল বুথ পোলিং এজেন্টের বিরুদ্ধে। অꦫভিযোগ, ভোটার এবং নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের বুথের মধ্যে চা খাওয়ান তৃণমূল এজেন্ট।
নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
ভোট𝓡 কেন্দ্রের বাইরে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল গোবর্ধন ডাঙ্গা অঞ্চলের ঘুগড়িডাঙ্গা ২৩৫ ও ২৩৬ নম্বর বুথে। শাসক, বিরোধী, উভয় পক্ষের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে।
বুথের সামনে জমায়েত নিয়ে কড়া বার্তা কমিশনের
সাগরদিঘি উপনির্বাচন চলাকালীন বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বরদাস🐎্ত করা হবে না বলে কড়া ভাষায় জানিয়ে দিল নির্বাচন কমিশন। ৫৪ নম্বর বুথের বাইরে উত্তেজনা সৃষ্টি হতেই জমায়েত নিয়ে বার্তা দিল নির্বাচন কমিশন। এদিকে তৃণমূলের অভিযোগ, কংগ্রেস প্রার্থী মিছিল করে যাচ্ছিলেন বুথের সামনে দিয়ে। পুলিশের মদতেই তা হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে গেলে তাদের🎉 ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।
বিজেপি-কংগ্রেসকে তোপ অভিষেকের
সাগরদিঘি উপ🧔নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহা ও বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সৌজন্য বিনিময়কে কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিরোধীদের অশুভ আঁতাত প্রকাশ্যে। সাগরদিঘির মানুষ এই অশুভ আঁতাতের জবা♋ব দেবেন।’
বুথের বাইরে জমায়েতের অভিযোগ
সাগ🌺রদিঘির ৬৫ ও ৬৬ নম্বর বুথে ২০০ মিটারের মধ্যে জমায়েতের অভিযোগ।
মুখোমুখি কংগ্রেস ও বিজেপির প্রার্থী
সামসাবাদে মুখোমুখি হন কংগ্রেস প্রার🃏্থী বাইরন বিশ্বা এবং বিজেপি প্রার্💧থী দিলীপ সাহা। দু'জনেই একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
কত ভোট পড়েছে সকালে?
সকাল ৯টা পর্যন্ত সাগরদিঘি উপনির্বাচনে ভোট পড়েছে ১💞৩.৩৭ শতাংশ।🐲
কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
ভোটারদের প্রভাবিতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ করার অভিযো🙈গ উঠল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। এই আবহে বারালা ১ নম্বর ব্লকের ১১১ নম্বর বুথের বাইরে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
ভিভিপ্যাট খারাপের কারণে ভোটগ্রহণে বিলম্ব
ভিভিপ্যাট খা💦রাপের কারণে ভোট গ্ৰহণ শুরু হতে দেরি হয় সাগরদিঘির ২✤১৩ নম্বর বুথে।
পরপর একাধিক বুথ থেকে আসছে বিভিন্ন অভিযোগ
সাগরদিঘির ৫৩ নম্বর বুথে মক পোল না করেই ভোটগ্রহণ🐲 শুরুর অভিযোগ। এদিকে সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮৭ নম্বর বুথে ইভিএম উল্টো করে রেখে দেওয়ার অভিযোগ। অপরদিকে বোখারা অঞ্চলের ৬৩ নম্বর বুথের ভিতরে আলো কমের অভিযোগ তৃণমূল কর্মীর।
৪৮ নম্বর বুথ এলাকায় উত্তেজনা
বোখারা ১নম্বর পঞ্চায়েতের ৪৮ নম্বর বুথ এলাকায় বহি▨রাগত প্রবেশে ঘিরে উত্তেজনা।
বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ
সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল। আজ তাঁকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢুকতে দেখা যায়। এদিকে বুথের কাছে পুলিশ দেখে তাঁদের সরিয়ে দিয়েছিলেন দিলীপবাবু নিজে। এই নিয়ে শুরু হয়ে যায়🥃 তরজা।
অপসারিত প্রিসাইডিং অফিসার
মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ্গে বচসা বাঁধে ভোটকর্মীদেไর। এই আবহে ডাঙরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সর𒐪িয়ে দিল নির্বাচন কমিশন।
২১০ ও ২১১ নং বুথে উত্তেজনা
সাগরদিঘি বিধানসভার হোসেনপুর ২১০ ও ২১১ নং বুথে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বুথের ভেౠতরে প্রবেশ করায় এ🧜লাকায় উত্তেজনা।
৬৫ শতাংশ সংখ্যালঘু ভোটার সাগরদিঘিতে
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ৬৫ শতাংশ সংখ্যালঘু ভোটার। অন্য দিকে হিন্দু ভোটারের সংখ্যা ৩২ শতাংশ। শাসকদের চিন্তার কারণ হতে পারে পরিযায়ী শ্রমিক। পরিসংখ্যান বলছে বিধানসভা এলাকায় মোট পরিযায়ী শ্রমিকের স𒁃ংখ্যা ৩০ হাজার। এদের মধ্যে ৮০ শতাংশ সংখ্যালঘু।
গত নির্বাচনে ৫০ হাজার ভোটে জিতেছিল তৃণমূল
তৃণমূলের শক্তঘাটি বলে পরিচিত সাগরদিঘিতে টানা তিনবারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। ২০১১ সালে মুর্শিদাবাদে তিনিই হয়েছিলেন প্রথম তৃণমূল বিধায়ক। তারপর দু'বার বিধানসভা নির্বাচনে জেতেন প্রয়াত সুব্রত সাহা। ২০২১-এর নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীকে প্রায় ৫০হাজার ভোটে হারিয়েছিলেন। তবে এবার তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যো♓পাধ্যায়কে শক্ত লড়াইয়ের মুখে ফেলতে পারেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
৫০টি স্পর্শকাতর বুথ রয়েছে সাগরদিঘিতে
মোট ২৪৬টি বুথে ভোট হবে সাগরদিঘিতে। এর মধ্যে ৫০টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। ভোটের নজরদারিতে থাকছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১০০ শতাংশ বুথে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ভোট চলাকালীন থাকছে ওয়েবকাস্টি꧑ং-এর ব্যবস্থা। এ ছাড়া যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় থাকছে কুইক রেসপন্স টিম।
সাগরদিঘির উপনির্বাচনে ৩০ কোম্পানি আধাসেনা মোতায়েন
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে মোট ৩০ কোম্পানি আধাস🎃েনা মোতায়েন করা হয়েছে। এই কেন্দ্রের ২৪৬টি বুথেই পাহারায় থাকবে সশস্ত্র আধাসেনা। তাদেরকে পরিচালনা করবেন জেলা পুলিশের আধিকারিকরা।
শান্তিপূর্ণ ভোট করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কমিশন
তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই হবে সাগরদিঘিতে। বিরোধীরা বা꧃রবার অভিযোগ করেছে শাসকদল সুষ্ঠভাবে ভোট করতে দেবে না,🅺 সেই জায়গায় দাঁড়িয়ে ভোটকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করাটা নির্বাচনে কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ।
পঞ্চায়েত নির্বাচনের আগে ‘ইউনিট টেস্ট’
তিনবারের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সোমবার সাগরদিঘিতে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচಌন হলেও, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক-বিরোধী উভয় পক্ষের কাছেই এই নিবার্চন গুরুত্বপূর্ণ।