🐽আজ তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই হল সাগরদিঘিতে। কয়েকটি ঝামেলার ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৭৩ শতাংশের বেশি। সাগরদিঘি উপনির্বাচনের যাবতীয় হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
27 Feb 2023, 05:39 PM IST
দুপুর ৩ টে পর্যন্ত সাগরদিঘিতে ভোট পড়েছে প্রায় ৬৩.৫ শতাংশ
দুপুর তিনটে পর্যন্ত সাগরদিঘিতে ৬৩💝.৪৩ শতাংশ ভোট পড়েছে।
সাগরদিঘির ৭১ নম্বর বুথে কংগ্রেস প্র♔ার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। দুই দলই একে অপরের বিরুদ্ধে বহিরা🐟গত ঢোকানোর অভিযোগ তোলে।
27 Feb 2023, 02:06 PM IST
নকল ইভিএম তরজা
নকল ইভিএম কাণ্ডে শাসকদল অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে। অভিযোগ, গোবর্ধনডাঙ্গা অঞ্চলের ঘুঘড়িডাঙ্গায় ২৩🅷৫ ও ২৩৬ নম্বর বুথের বাইরে প্রথমে বিজেপি কর্মীরাই নকল ইভিএম নিয়ে বসেছিল। এরপর তৃণমূল কর্মীরাও নকল ইভিএম নিয়ে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে সেখানে।
27 Feb 2023, 01:23 PM IST
'তৃণমূল-বিজেপি সমর্থকরাও কংগ্রেসকে ভোট দিচ্ছে', দাবি অধীরের
সাগরদিঘিতে কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী অধীর চৌধুরী। তিনি বলেন, ‘তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছে। কিছু কিছু তৃণমূল কর্মী সমর্থক ও বিজেপি সমর্থকরাও কংগ্রেসকে ভোট দিচ্ছে।’ এদিকে অধীরবাবু অভিযোগ করেন, পুলিশের ♓মদতেই সন্ত্রাস করছে তৃণমূল।
27 Feb 2023, 01:21 PM IST
ভোটার ও নির্বাচনী অফিসারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগ
সাগরদিঘির বন্যেশ্বর পঞ্চায়েতের ১৪ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভ🦩িযোগ তৃণমূল বুথ পোলিং এজেন্টের বিরুদ্ধে। অভিযোগ, ভোটার এবং নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের বুথের মধ্যে চা খাওয়ান তৃণমূল এজেন্ট।
27 Feb 2023, 12:43 PM IST
নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
ভোট কেন্দ্রের বাইরে নকল ইভি✅এম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল গোবর্ধন ডাঙ্গা অঞ্চলের ঘুগড়িডাঙ্গা ২৩৫ ও ২৩৬ নম্বর বুথে। শাসক, বিরোജধী, উভয় পক্ষের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে।
27 Feb 2023, 12:22 PM IST
বুথের সামনে জমায়েত নিয়ে কড়া বার্তা কমিশনের
সাগরদিঘি উ🥃পনির্বাচন চলাকালীন বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বরদাস্ত করা হবে না বলে কড়া ভাষায় জানিয়ে দিল নির্বাচন কমিশন। ৫৪ নম্বর বুথের বাইরে উত্তেজনা সৃষ্টি হতেই জমায়েত নিয়ে বার্তা দিল নির্বাচন কমিশন। এদিকে তৃণমূলের অভিযোগ, কংগ্রেস প্রার্থী মিছিল করে যাচ্ছিলেন বুথের সামনে দিয়ে। পুলিশের মদতেই তা হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।
27 Feb 2023, 10:52 AM IST
বিজেপি-কংগ্রেসকে তোপ অভিষেকের
সাগরদিঘি উপনির্বাচনেဣ বিজেপি প্রার্থী দিলীপ সাহা ও বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সৌজন্য বিনিময়কে কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিরোধীদের অশুভ আঁতাত প্রকাশ্যে। সাগরদিঘির ♎মানুষ এই অশুভ আঁতাতের জবাব দেবেন।’
27 Feb 2023, 10:50 AM IST
বুথের বাইরে জমায়েতের অভিযোগ
সাগরদিঘির ৬৫ ও ৬৬🎀 নম্বর বুথে ২০০ মিটারের মধ্যে জমায়েতের অভিযোগ।
27 Feb 2023, 10:22 AM IST
মুখোমুখি কংগ্রেস ও বিজেপির প্রার্থী
সামসাবাদে মুখোমুখি হন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বা এবং ไব🗹িজেপি প্রার্থী দিলীপ সাহা। দু'জনেই একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
27 Feb 2023, 10:22 AM IST
কত ভোট পড়েছে সকালে?
সকাল ৯টা পর্যন্ত স꧋াগরদিঘি উপꦐনির্বাচনে ভোট পড়েছে ১৩.৩৭ শতাংশ।
27 Feb 2023, 09:54 AM IST
কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। এই আবহে বারালা ১ নম্বর ব্লকের ১১১ নম্বর বুথের বাইরে কংগꦛ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে ঘিরে বিক্ষো𝔍ভ দেখান তৃণমূল কর্মীরা।
27 Feb 2023, 09:49 AM IST
ভিভিপ্যাট খারাপের কারণে ভোটগ্রহণে বিলম্ব
ভিভিপ্যাট খারাপের কারণে ভোট গ্ৰহণ শুরু হতে দেরি হয় সাগরদিঘির ২১৩ নম্বর বুথে𝓰।
27 Feb 2023, 09:48 AM IST
পরপর একাধিক বুথ থেকে আসছে বিভিন্ন অভিযোগ
সাগরদিঘির ৫৩ নম্বর বুথে মক পোল না করেই ভোটগ্রহণ শুরুর অভিযোগ। এদিকে সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮৭ নম্বর বুথে ইভিএম উল্টো করে রেখে দেওয়ার অভিযোগ। অপরদিকে বোখারা অঞ্চলের ৬৩ নম্বর বুথের ভিতরে আলো কমের অভিযোগ তৃ🤪ণমূল কর্মীর।
বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ
সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল। আজ তাঁকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢুকতে দেখা যায়। এদিকে বুথের কাছে পুলিশ দেখে তাঁদের সরিয়ে দিয়েছিলেন দিলীপবাবু নিজে। এই নিয়ে শুরু হয়ে যায় তরཧজা।
27 Feb 2023, 08:43 AM IST
অপসারিত প্রিসাইডিং অফিসার
মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ꧟্গে বচসা বাঁধে ভোটকর্মীদের। এই আবহে ডাঙরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
27 Feb 2023, 08:32 AM IST
২১০ ও ২১১ নং বুথে উত্তেজনা
সাগরদিঘি বিধানসভার হ🌸োসেনপ🍃ুর ২১০ ও ২১১ নং বুথে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বুথের ভেতরে প্রবেশ করায় এলাকায় উত্তেজনা।
27 Feb 2023, 08:32 AM IST
৬৫ শতাংশ সংখ্যালঘু ভোটার সাগরদিঘিতে
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ৬৫ শতাংশ সংখ্যালঘু ভোটার। অন্য দিকে হিন্দু ভোটারের সংখ্যা ৩২ শতাংশ। শাসকদের চিন্তার কারণ 🤪হতে পারে পরিযায়ী শ্রমিক। পরিসংখ্যান বলছে বিধানসভা এলাকায় মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৩০ হা🃏জার। এদের মধ্যে ৮০ শতাংশ সংখ্যালঘু।
27 Feb 2023, 08:32 AM IST
গত নির্বাচনে ৫০ হাজার ভোটে জিতেছিল তৃণমূল
তৃণমূলের শক্তঘাটি বলে পরিচিত সাগরদিঘিতে টানা তিনবারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। ২০১১ সালে মুর্শিদাবাদে তিনিই হয়েছিলেন প্রথম তৃণমূল বিধায়ক। তারপর দু'বার বিধানসভা নির্বাচনে জেতেন প্রয়াত সুব্রত সাহা। ২০২১-এর নির্বাচনে ♎তিনি বিজেপি প্রার্থীকে প্রায় ৫০হাজার ভোটে হারিয়েছিলেন। তবে এবার তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে শক্ত লড়াইয়ের মুখে ফেলতে পারেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
27 Feb 2023, 08:32 AM IST
৫০টি স্পর্শকাতর বুথ রয়েছে সাগরদিঘিতে
মোট ২৪৬টি বুথে ভোট হবে সাগরদিঘিতে। এর মধ্যে ৫০টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। ভোটের নজরদারিতে থাকছে ৩০ কোম্পানি ❀কেন্দ্রীয় বাহিনী। ১০০ শতাংশ বুথে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ভোট চলাকালীন থাকছে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা। এ ছাড়া যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় থাকছে কুইক রেসপন্স টিম।
27 Feb 2023, 08:32 AM IST
সাগরদিঘির উপনির্বাচনে ৩০ কোম্পানি আধাসেনা মোতায়েন
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে মোট ৩০ কোম্প꧑ানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। এই কেন্দ্রের ২৪৬টি বুথেই পাহারায় থাকবেಞ সশস্ত্র আধাসেনা। তাদেরকে পরিচালনা করবেন জেলা পুলিশের আধিকারিকরা।
27 Feb 2023, 08:32 AM IST
শান্তিপূর্ণ ভোট করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কমিশন
তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির 🐼মধ্যে লড়াই হবে সাগরদিঘিতে। বিরোধীরা বারবার অভিযোগ করেছে শাসকদল সুষ্ঠভাবে ভোট করতে দেবে না, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করাটা নির্বাচনে কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ।
27 Feb 2023, 08:32 AM IST
পঞ্চায়েত নির্বাচনের আগে ‘ইউনিট টেস্ট’
তিনবারের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সোমবার সাগরদিঘিতে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচন হলেও, পঞ্চায়েত নির্বাচনের ▨আগে শাসক-বিরোধী উভয় পক্ষের কাছেই এই নিবার্চন গুরুত্বপূর্ণ।