রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিধ𝓡ানসভা নির্বাচনে প্রত্যাশামতো ভালো ফল করতে পারেনি কংগ্রেস। এই তিনটি রাজ্য এবার তাদের হাতছাড়া হয়েছে। সেখানে ফুটেছে পদ্ম। এই তিন রাজ্যে পরাজয়ের পরেই সরব হয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। বিধানসভা ভোটে হারের জন্য ইভিএম মেশিনকেই কার্যত দায়ী করছেন। তাদের বক্তব্য, ইভিএম মেশিনে নিশ্চয়ই কিছু কারচুপি করা হয়েছে। তাছাড়া এরকম ফল মোটেই প্রত্যাশিত ছিল না। এই অবস্থায় ব্যালট পেপারে ভোটের পক্ষেই সওয়াল ক𝔍রলেন শিবসেনার রাজ্যসভার সংসদ সঞ্জয় রাউত।
আরও পড়ুন: গাল🐼িগালাজ করে, নেতিবাচক হয়ে মানুষের হৃদয়ে জায়গা পাবেন না; বিরোধꦛীদের ক্লাস মোদীর
একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় রাউত বলেন, ’তিন রাজ্যে বিজেপি বড় জয় পেয়েছে। তার জন্য বিজেপিকে অভিনন্দন জানাই। কিন্তু ইভিএম নিয়ে জনগণের মনে সন্দেহ রয়ে গিয়েছে। তাছাড়া মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপির জয় কীভাবে সম🍃্ভব? তাই জনসাধারণের সন্দেহ দূর করার জন্য বিধানসভা বা লোকসভা যেকোনও একটি ভোট ইভিএমের পরিবর্তে ব্যালট পেপা🦩রে নেওয়া হোক। তারপরেই দেখবেন জনসাধারণ মনে আর কোনও সন্দেহ থাকবে না।’ এর পাশাপাশি তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘ক্ষমতা থাকলে মুম্বই পুরসভার ভোট নিয়ে দেখাক বিজেপি।’
অন্যদিকে, কংগ্রেসের খারাপ ফলের পরে ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ তুলেছেন দলের দলিত নেতা এবং প্রাক্তন সাংসদ উদিত রাজ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ইভিএমে অবশ্যই কারচুপি করা হয়েছে। তা নাহলে এমন ফলাফল প্রত্যাশিত ছিল না।’ তিনি আরও লেখেন, ‘নির্বাচনের ফলাফলের পরে , মনে হচ্ছে 🌌গণতন্ত্র এবং সংবিধানের পক্ষে টিকে থাকা কঠিন। আমি অবাক হব না যদি ভারতের জোট𒅌ের লোকেরা ফলাফলের জন্য ইভিএমকে দোষারোপ করতে শুরু করে।’