রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী খগেশ্বর রায়। ৭৭ ভোটে পিছিয়ে বিজেপির সুপেন রায়।
রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী সুপেন রায়।
এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন খগেশ্বর রায়। ꧙এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন সুপেন রায়। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন রাজগঞ্জ আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত।
জলপাইগুড়ি জেলা পশℱ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ভাগে অবস্থ༒িত। জেলার পূর্বে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা, পশ্চিমে দার্জিলিং জেলা, উত্তরে ভুটান এবং দক্ষিণে কোচবিহার জেলা এবং বাংলাদেশের পঞ্চগড় জেলা অবস্থিত। এই জেলার সদর হল জলপাইগুড়ি। জলপাইগুড়ির বিধানসভা আসনগুলি হল - নাগরাকাটা, ধূপগুড়ি, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি, মালবাজার, ডাবগ্রাম-ফুলবাড়ি, জলপাইগুড়ি ও রাজগঞ্জ। ইতিহাস অনুযায়ী, এই জেলার নাম জল্পেশ্বর থেকে এসেছে যেটা শিব ঠাকুরের আরও এক নাম। কিন্তু কেউ কেউ বলে এই স্থানে আগে নাকি জলপাইয়ের গাছ প্রচুর মাত্রায় ছিল। যার জন্য এই জায়গার নাম জলপাইগুড়ি। পূর্বে এই স্থানটি কোচ-রাজবংশীদের এক ভাগ ছিল যার নাম ছিল কামতাপুর। ১৮৬৯ সালে এই জেলা স্থাপন করা হয়। জলপাইগুড়ি জেলার একটি বিধানসভা কেন্দ্র রাজগঞ্জ। এই আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত।