সোমবার সপ্তম দফার ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিচ্ছিন্ন হিংসার খবর মিলেছে মুর্শিদাবাদ থেকে। এবার রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী মাতোয়ারা খাতুনের অভিযোগ, তাঁকে আটকে রেখে গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ খারিজ করেছে কমিশন। সোমবার রানিনগরের ১৭৬ নম্বর বুথে মহিলা ভোটাররা তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করছিলেন। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী মাতোয়ারা খাতুন। অভিযোগ, বুথের কাছাকাছি পৌঁছতেই তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা বোমা – লাঠি নিয়ে হামলা চালায়। তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়। এমনকী প্রার্থীকে প্রাণনাশের হুমকিও দেয় তারা। তাঁর এজেন্টকেও মারধর করা হয়েছে বলে দাবি বিজেপি প্রার্থীর। সংবাদমাধ্যমের কাছে বিষয়টি জেনে পর্যবেক্ষকদের রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় কমিশন। কিছুক্ষণ পর কমিশনের তরফে জানানো হয়, রানিনগরে বিজেপি প্রার্থীর ওপর কোনও হামলা হয়নি। তৃণমূলের দাবি, ওই বুথে বিজেপির কোনও কর্মী নেই। হার নিশ্চিত জেনে ভোটদান প্রক্রিয়া ব্যহত করতে এসব অভিযোগ করছে বিজেপি।