বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টিভেজা কলকাতা। এমন ওয়েদারে চা আর পকোড়া খেতে মন ক꧃ার না করে বলুন! আর যদি সে পকোড়া হয় অরিজিৎ সিং-এর হাতে তৈরির তাহলে তো কথাই নেই। অবাক হওয়ার কিছু নেই, সকলের প্রিয় গায়ক অরিজিতের কথাই হচ্ছে। কথাতেই তো আছে, ‘যে রাঁধে সে চಞুলও বাঁধে’। অরিজিতও প্রমাণ করলেন, ‘যিনি রাঁধেন তিনি গানও বাঁধেন’
শুক্রবার গায়কের ফ্যান পেজ থেকে একটি ফোটো শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে⭕। যেখানে তাঁকে পকোড়া ভাজতে দেখা গেল। গায়ে মিলিটারি প্রিন্টের একটি টি-শার্ট। রান্নাঘরে তোলা হয়েছে সেটি। ফ্য়াইং প্যানে খুব সাব🔯ধানে ভাজাভাজি করছেন। পাশে একটি বাটিতে রয়েছে গুলে রাখা বেসনও।
আরও পড়ুন: ‘এর চেয়ে ভালো সুযোগ…’! দুটো প্রেম টেকেনি, টলিউ𝓰ড ছেড়ে বলিউডে দেবচন্দ্রিমা
বরাবরই সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত অরিজিৎ। মুম্বইতে নিজস্ব ফ্ল্যাট থাকলেও, হাতে কাজ না থাকলে চলে আসেন জিয়াগঞ্জে। সেখানেই তাঁর বড় হওয়া। আর জিয়াগঞ্জেই থাকে গায়কের পরিবার। স্ত্রী কোয়েল, বাবা কক্কর সিং ও দুই ছেলে জুল আর অলি। কিছুদিন আগে ভোটের দিন, স্ত্রীকে স্কুটারে চাপিয়েই গিয়েছিলেন নির্বাচন বুথে। গায়কের সঙ্গে কখনোই সেভাবে দেখা যায় না নিরা💙পত্তারক𝓡্ষী। এখনও সাধারণের মতো ট্রেনে চাপেন, যা দেখা গিয়েছিল তাঁর শিলিগুড়ি কনসার্টের আগে।
আরও পড়ুন: টি২০ বিশ্ব♓কাপ খেলতে যাওয়ার আগে🧸 অনুষ্কার নামে পাপারাজ্জিদের এ কী বললেন বিরাট!
কদিন আগে দুব🐲াই কনসার্ট থেকে অরিজিতের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল কনসার্ট চলাকালীনই তিনি নখ কাটতে থাকেন। তবে তার জন্য গান থামাননি। কিন্তু এটাকে ‘অপেশাদার’ তকমা দিয়ে ট্রোল শুরু করে একাংশ। দাবি করতে থাকে, অরিজিতের উচিত ছিল মঞ্চে ওঠার আগে🍌 নখ কেটে আসা।
আরও পড়ুন: গদর ২-র সাফল্যে এ কী🔜 হাল 𝐆সানি দেওলের! প্রযোজকের থেকে টাকা নিয়েও করছেন না সিনেমা
তবে তারপর এই ট্রোলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল গায়কের ভক্তরাই। একজন কমেন্টে লিখেছিলেন, ‘বড় নখের কারণে গিটার বাজাতে সমস্যা হচ্ছিল ওঁর।💃 তাই নখ কাটতে বাধ্য হন। আমি নিজে ছিলাম এই কনসার্টে। দেখেছি কতটা ডেডিকেশনের সঙ্গে পারফর্ম করেছিলেন তিনি সেদিন।’
সম্প্রতি অরিজিতের যেই গান দর্শকের মনে জায়গা করে নিয়েছে তা হল অযোগ্য সিনেমার জন্য ‘জানবে না কেউ’। গানটির সুরকার ইন্দ্রদীপ দাশ⛎গুপ্ত। এর আগেও ইন্দ্রদীপ আর অরিজিৎ একসঙ্গে উপহার দিয়েছেন বহু মন ছুঁয়ে যাওয়া গান। সেই তালিকায় রয়েছে ‘বোঝে না সে বোঝে না’, ‘দেখো আলোয় আলো আকাশ’।