স্টারকিডরা তাঁদের বাবা-মা'র সৌজন্যে হামেশাই লাইমলাইটে থাকেন। শ্রীদেবীর দুই মেয়েই এখন বলিউডের হিরোইন। আমির খান পুত্র জুনেইদ খানের প্রথম ওটিটি ছবি 'মহারাজ' আইনি জটিলতায় পড়েছে। এর মাঝেই চর্চায় খুশি-জুনেইদের প্রেমলীলা! তবে তা বাস্তবে নয়, পর্দায়। আরও পড়ুন-শ্রীকৃষ্ণকে ‘অপমান’! ♊আমির-ꦯপুত্রের ডেবিউ ছবি ‘মহারাজ’ মুক্তিতে স্থগিতাদেশ আদালতের
খুশি কাপুরের সঙ্গে পর্দায় জমবে জুনেইদের রোম্যান্স। এই মুহূর্তে দিল্লি-এনসিআর অঞ্চলে ছবির দ্বিতীয় পর্বের শ্যুট🀅িং শুরু হয়েছে। হিন্দুস্তান টাইমসের হাতে এসে এ🔯ক্সক্লুসিভ তথ্য। সূত্র জানাচ্ছে, ‘প্রথম পর্ব মুম্বাইয়ে শেষ হয়েছে এবং এখন এই জুটির শ্যুটিং চলছে রাজধানীতে। তিন-চার দিন আগে থেকে টিম এখানে শুটিং শুরু করেছে, শিডিউল আরও ১০-১২ দিন চলবে। যদিও পার্শ্ব অভিনেতারা প্রয়োজন অনুসারে শুটিংয়ে যোগ দিচ্ছেন, জুনেইদ এবং খুশি পুরো শিডিউলের জন্য এখানে থাকবেন’।
এখনও ঠিক হয়নি ছবির নাম। তবে পরিচালকের আস𓂃নে রয়েছেন সিক্রেট সুপারস্টার খ্য়াত অদ্বৈত চন্দন। তামিল চলচ্চিত্র লাভ টুডে অফিসিয়্যাল রিমেক এই ছবি। জানা গিয়েছে 'দিলওয়ালো কি শহর' দিল্লিতে মূলত ছবির 💜রোমান্টিক অংশের শ্যুটিং হবে।
অন্য একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে নয়ডা, গ্রেটার নয়ডা এবং দিল্লির মধ্যে কয়েক দিন অন্তর শুটিং লোকেশনগুলি পরিবর্তিত হবে। ওই সূত্র জানিয়েছেন, 'নয়ডা সেক্টর ৩০, 💞সুন্দর নার্সারি এবং কনট প্লেসের আশেপাশে শুটিং করার পরিকল্পনা রয়েছে টিমের - কলেজের আবহ পেতে নয়ডার একটি বিশ্ববিদ্যালয় ও হস্টেলে কিছু দৃশ্যের শুটিং করা হবে।
প্রসঙ্গত, লাভ টুডে' নামের তামিল ছবিটা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। মুখ্য চরিত্রে ছিল প্রদীপ র💎ঙ্গনাথন এবং ইভানা। ৫ কোটি বাজেটে ত🌊ৈরি ছবি আয় করেছিল প্রায় ১৫০ কোটি।
জোয়া আখতারের দ্য আর্চিসের হাত ধরে বলিউড সফর শুরু হয়েছে খুশির। ওদিকে চর্চা বাস্তবে ‘দ্য আর্চিস’ কো-স্টার বেদাঙ্গ রায়নার প্রেমে নাকি হাবুডুবু📖 খাচ্ছেন খুশি কাপুর। প্রায়শই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা মিলছে দুজনের। খুশির প্রতি বেদাঙ্গের কেয়ারিং মনোভাব দেখে অনেকেরই ধারণা এই সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। যদিও বেদাঙ্গের কথায় এটা নাকি শুধুই ‘খাঁটি বন্ধুত্ব’।
তিনি বলেন, ‘খুশি এবং আমার বন্ধুত্বের অনেক কারণ, অনেক মিল রয়েছে। আমরা একই ধরনের গান পছন্দ করি। এবং আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি। তবে আমরা ডেট করছি না। খাঁটি বন্💟ধুত্ব আমাদের।’